f9b7e490d6ef259b37658536ef18a53b

হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী

print news

ইত্তেহাদ নিউজ,জামালপুর :জামালপুরে হজ এজেন্সিগুলোর উদ্দেশে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, ‘আমরা যখন ঘোষণা দিয়েছি বেশির ভাগ হজযাত্রী সরকার বহন করবে, তখন এজেন্সিগুলো কষ্ট পেয়েছে। তারা এখন অনেক কথাই বলছে। তাদের কথার সঙ্গে কাজের কোনও মিল নেই। আমরা ন্যায়সঙ্গতভাবে কাজ করবো। কেউ যদি অপরাধ করে, নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে ব্যর্থ হয়; তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’বুধবার (১ মে) দুপুরে জামালপুর জেলা মডেল মসজিদে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী আরও বলেন, ‘আমরা এ বছর অনেক অনুরোধ করে অনুমতি নিয়ে আড়াইশ হজ এজেন্সিকে কাজ করার সুযোগ দিয়েছি। কিন্তু আগামী বছর থেকে লিড এজেন্সি থাকবে ৫৬টি। তাদের অধীনে অন্যরা কাজ করতে পারবে। আমরা হজ ব্যবস্থাপনায় আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডিজিটালাইজড করছি। আগামীতে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা হবে বিশ্বের মধ্যে সবচেয়ে স্মার্ট ও মডেল।’

জামালপুর হাজি ফাউন্ডেশন আয়োজিত হজ প্রশিক্ষণ কর্মশালায় জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে জেলা প্রশাসক মো. শফিউর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর হাজি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জুলহাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মশালায় হজ গমনেচ্ছু প্রায় ৫০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....

Check Also

1715852334.rijvi

নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা: রিজভী

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপজেলা নির্বাচন সম্পূর্ণ ভুয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *