বিবিসি: ভারতের হরিয়ানার পঞ্চকুলার একটি আবাসিক এলাকায় দাঁড় করানো গাড়ি থেকে সোমবার গভীর রাতে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পঞ্চকুলার ডিসিপি হিমাদ্রি কৌশিক জানিয়েছেন, নিহতদের সবাই একই পরিবারের সদস্য। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে অনুমান করা হচ্ছে।
বার্তা সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, দেহরাদুনের বাসিন্দা ওই পরিবার।
নিহতদের মধ্যে ৪০-এর কোঠায় থাকা মিত্তল এক নামে ব্যক্তি, তার বাবা, মা, স্ত্রী ও তিন ছেলেমেয়ে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তারা সবাই একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন, ফেরার সময় ঘটনাটি ঘটে বলে পুলিশ অনুমান করছে।
গাড়িটি পঞ্চকুলার সেক্টর ২৭-এর বসতি এলাকায় বেশ কিছুক্ষণ ধরে দাঁড় করানো ছিল।
স্থানীয় বাসিন্দা পুনীত রাণা ও তার ভাই সোমবার রাতে ওই গাড়িটি লক্ষ্য করেন, এটি তাদের গাড়ির কাছেই দাঁড় করানো ছিল। তবে প্রথমে কিছু বুঝতে পারেননি তারা। দেহরাদুনের ওই পরিবারের সদস্যদের মধ্যে যে ব্যক্তি তখনও জীবিত ছিলেন, তাকে গাড়িটি অন্যত্র সরিয়ে নিতে অনুরোধ করেন তারা (পুনীত রাণা ও তার ভাই)।
তিনি সম্মতি জানিয়ে গাড়ির দিকে এগিয়ে যান। কিন্তু সন্দেহ হওয়ায় রাণা ও তার ভাই গাড়ির কাছে এগিয়ে যান। গাড়ির ভেতরে থাকা কয়েকজনকে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখেন।
রাণা বলেন, আমরা ওই ব্যক্তিকে বাইরে বেরিয়ে আসতে বলি। উনি বলেন, আমাদের অনেক ঋণ রয়েছে। কথা বলতে বলেই পড়ে যান তিনি।
স্থানীয় বাসিন্দাদের মতে, সংজ্ঞা হারানোর আগে ওই ব্যক্তি জানিয়েছিলেন, ঋণের কারণেই তিনি ও তার পরিবারের সকলে এই পথ বেছে নিয়েছেন। পাশাপাশি দাবি করেন, তার হাতেও বেশিক্ষণ সময় নেই।
দ্রুত পুলিশ এবং অ্যাম্বুলেন্সকে খবর দেন তারা।
পঞ্চকুলার ডিসিপি হিমাদ্রি কৌশিক সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের জানানো হয়েছিল যে ছয়জনকে উদ্ধার করে ওজাস হাসপাতালে আনা হয়েছে। সেখানে পৌঁছাতে পৌছাতে তাদের মৃত্যু হয়।
আরেক ব্যক্তিকে সেক্টর ছয়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে এসে পৌঁছানোর পর তাকেও মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।
হিমাদ্রি কৌশিক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। সমস্ত ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ডিসিপি ল অ্যান্ড অর্ডার অমিত দাহিয়া এবং হিমাদ্রি কৌশিকের নেতৃত্বে এই ঘটনার তদন্ত চলছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত