যুগান্তরের বরিশাল ব্যুরো চিফ আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে মানহানি মামলা


বরিশাল অফিস : সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো চিফ আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বাদী হয়ে বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামালা করেন।
আদালতের বিচারক হাবিবুর রহমান চৌধুরী মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১ সেপ্টেম্বর মামলার বিবাদীকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশও দিয়েছেন।
মামলার নথি ও বাদী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১১ আগস্ট বিএনপি নেতা বিলকিসের বিরুদ্ধে জমিদখলের অভিযোগ তুলে যুগান্তরে প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদের পরপরই বিলকিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের পদটি সাময়িকভাবে স্থগিত করে তার দল।
তবে তার দাবি তিনি কোনো জমিদখল করেননি। সংবাদ প্রকাশের পর উকিল নোটিস পাঠালেও কোনো জবাব পাননি বিলকিস।
এদিকে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আক্তার ফারুকের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকরা ও বিভিন্ন সংগঠন। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।