ইরান খুলে দিল আকাশসীমা


অনলাইন ডেস্ক : ইসরাইলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩ জুলাই) দেশটি ঘোষণা দিয়েছে, তেহরানসহ অন্যান্য আকাশসীমা পুনরায় চালু করা হয়েছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানের মেহরাবাদ এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর, সেইসঙ্গে দেশের উত্তর, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণে অবস্থিত বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে এবং ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইসফাহান এবং তাবরিজ ব্যতীত দেশের সব বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
আইআরএনএ অনুসারে, প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই এই শহরগুলো থেকে ফ্লাইট পুনরায় চালু হবে।
গত ১৩ জুন ইসরাইলি বিমান হামলার পর আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয় ইরান। ইসরাইলি হামলার জবাবে তেল আবিবে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। দীর্ঘ ১২ দিনের হামলা-পালটা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় দুদেশের মধ্যে।
যুদ্ধবিরতির পর ইতিমধ্যেই পূর্ব ইরানে আকাশসীমা পুনরায় চালু হয়েছে এবং আন্তর্জাতিক আকাশপথের জন্য প্রবেশাধিকার সম্প্রসারিত করেছে দেশটি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।