ফ্যাসিস্ট সরকারের পতন- বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল : সরওয়ার আলমগীর


ইত্তেহাদ নিউজ, চট্টগ্রাম–
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে যেভাবে কথা বলতো, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে একই কায়দায় বিএনপির বিরুদ্ধে বিষোদগার করা হয়েছে। যা কখনো কাম্য হতে পারে না।
শুক্রবার (৪ জুলাই) উপজেলার বাগান বাজার ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিএনপি ১৬ বছর ধরে অত্যাচার নির্যাতন সহ্য করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে লড়ে গেছে।
বিএনপির হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীকে মামলা দিয়ে ঘরছাড়া করা হয়েছিল। ২৪ এর গণঅভ্যুত্থান বিএনপির ধারাবাহিক আন্দোলনের ফসল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড। তাঁর দূরদর্শী নেতৃত্বের কারণে আওয়ামী লীগের পতন ঘটেছে,হাসিনা পালাতে বাধ্য হয়েছে।
সরওয়ার আলমগীর বলেন, কোনো ধরনের তালবাহানা সহ্য করা হবে না। আগামি ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। আর পিআর পদ্ধতির বিষয়টি পরবর্তী সংসদই সিদ্ধান্ত নেবে।চিকনছড়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান। ইউনিয়ন কৃষক দলের নেতা আবুল বসর এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন। উদ্বোধক ছিলেন ভূজপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, মহিউদ্দিন আজম তালুকদার। বক্তব্য রাখেন নূরুল ইসলাম মেম্বার, থানা কৃষক দলের সদস্য সচিব বেলাল সওদাগর, থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রফিক, ইলিয়াস চৌধুরী, মজিবুর রহমান, সাজ্জাদুল কবীর জামাল, মো. সাহাবুদ্দিন, সিদ্দিকী আহমদ কালা, দেলোয়ার হোসেন, ইব্রাহিম, মহিউদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন প্রমুখ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।