মুলাদীতে বিএনপি নেতার মেলার আয়োজন ঘিরে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে বন্ধ


বরিশাল অফিস : বরিশালের মুলাদী উপজেলায় প্রশাসনের অনুমতি ছাড়াই ‘বর্ষা আনন্দ মেলা’ আয়োজন করেছিলেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের মোন্তাজপুর বাজারে আয়োজিত এ মেলা বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে বরিশাল রেঞ্জের ডিআইজির নির্দেশে পুলিশ ভেঙে দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির বাঘার নেতৃত্বে মেলার আয়োজন করা হয়। গত এক সপ্তাহ ধরে বাজারের মধ্যে প্যান্ডেল, স্টল ও সাউন্ড সিস্টেম বসিয়ে সাংস্কৃতিক কার্যক্রম চলছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোন্তাজপুর বাজারে মসজিদ ও মাদ্রাসার পাশেই মেলার আয়োজন করা হয়। তাছাড়া চলমান এইচএসসি পরীক্ষার সময় এমন আয়োজন করায় স্থানীয় ইসলামী আন্দোলনের নেতারা আপত্তি জানান।
উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এফএম মাইনুল ইসলাম উপজেলা প্রশাসন ও বরিশাল রেঞ্জ ডিআইজির কাছে লিখিত অভিযোগ দেন, যেখানে ধর্মীয় অনুভূতি ও শিক্ষাবান্ধব পরিবেশ বিঘ্নের আশঙ্কা তুলে ধরা হয়। পরে বরিশাল রেঞ্জ ডিআইজির নির্দেশে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহানের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতেই মেলার প্যান্ডেল ও স্টল ভেঙে দেয়।
মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “উপজেলার কোথাও মেলার জন্য প্রশাসনিক অনুমতি দেওয়া হয়নি। ডিআইজির নির্দেশে পুলিশ মেলা বন্ধ করে দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, “কোনো ব্যক্তি বা সংগঠন আমাদের কাছে মেলা আয়োজনের অনুমতির জন্য আবেদন করেনি। জেলা প্রশাসক বরাবরও কেউ আবেদন করেনি। শিক্ষার্থী ও ধর্মীয় পরিবেশ বিবেচনায় মেলার অনুমতি না থাকায় সেটি ভেঙে দেওয়া হয়েছে।\
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।