রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. মির শাহ আলম


ইত্তেহাদ নিউজ,সিলেট : সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির ২০২৫-২৬ বর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার (১জুলাই) সিলেটের একটি অভিজাত হোটেলে কলার হ্যান্ড ওভার প্রোগ্রামের ইভেন চেয়ার রোটারিয়ান হাসান কবির চৌধুরীর সভাপতিত্বে জোন ১— সিলেট রোটারি ইন্টারন্যাশনাল ডি ৬৫ এর জোনাল বর্ষ উদ্বোধন ও প্রেসিডেন্ট কলার হ্যান্ডোভার অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিজি রোটারিয়ান লে. কর্নেল আতাউর রহমান পীর, পিডিজি ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, জোন ১ এর কোঅর্ডিনেটর এডমিন কামরুজ্জামান চৌধুরী রুম্মান, মেম্বারশিপ আসাদুজ্জামান সায়েম। অনুষ্ঠানে মির শাহ আলমকে নতুন বছরের কলার হস্তান্তর করেন ক্লাব এর চাটার্ড প্রেসিডেন্ট জাকির আহমেদ চৌধুরী। এজন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।