অনলাইন ডেস্ক : রাজধানীর শাহবাগ এলাকায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষে ভাঙচুর চালিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত বেশ কয়েকজন ব্যক্তি। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে ওই অফিসের অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।
আহতদের অভিযোগ, দীর্ঘদিন প্রতিশ্রুতির অর্থ না পাওয়ায় তারা ক্ষুব্ধ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় সহায়তার অর্থ দিতে টালবাহানা করছে। তবে ফাউন্ডেশনের সিইও জানিয়েছেন, আগামী রবিবারের মধ্যে অর্থ সহায়তা দেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় ধাপের অর্থ সহায়তা দেওয়ার তারিখ আজ থাকলেও তা দিতে পারেনি ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এতে আহতরা ক্ষুব্ধ হয়ে প্রথমে কার্যালয়ে তালা দেন এবং পরে সেখানকার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালে ভাঙচুরের ঘটনা ঘটে।
আহতরা অভিযোগ করে জানান, দ্বিতীয় ধাপের অর্থ সহায়তা দেওয়ার কথা বলে তাদের বারবার ঘোরানো হচ্ছে।সন্ধ্যায় এমন ঘটনার পর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) কামাল আকবর আহতদের সঙ্গে কথা বলেন। সেসময় তিনি রবিবারে অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
এই বিষয়ে জানতে চাইলে কামাল আকবর উপস্থিত সাংবাদিকদের জানান, তাদের ক্ষোভের একটা প্রেক্ষাপট আছে। আমাদের তা নিয়ে কোনও অভিযোগ নেই।
অর্থ সহায়তা না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, আমরা চেষ্টা করছি রুট সমাধান করার। ইতোমধ্যে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ৮০৬ জনকে দ্বিতীয় ধাপের অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বাকিদেরও ধাপে ধাপে দেওয়া হবে।
তিনি জানান, আহতদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের রবিবার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত