ইত্তেহাদ নিউজ,সিলেট: ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে অকৃতকার্য হয়েছেন ৩২ হাজার ১২৮ জন শিক্ষার্থী। পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ হলেও অকৃতকার্যদের হার ৩১ দশমিক ৪৩ শতাংশ, যা বোর্ডের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর রেজিস্ট্রেশন করেছিলেন মোট ১ লাখ ৩ হাজার ১৩ জন। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ২ হাজার ২১৯ জন, অর্থাৎ ৭৯৪ জন পরীক্ষায় অংশ নেননি। পাস করেছেন ৭০ হাজার ৯১ জন এবং অকৃতকার্য হয়েছেন ৩২ হাজার ১২৮ জন।
বিভাগভিত্তিক অকৃতকার্যের চিত্রও হতাশাজনক:
বিজ্ঞান বিভাগে অকৃতকার্য ৫ হাজার ৩৬৩ জন, পাসের হার ৭৭ দশমিক ৪৭ শতাংশ। মানবিক বিভাগে সবচেয়ে বেশি ফেল করেছে—২৫ হাজার ৫০ জন, অকৃতকার্যের হার ৩৫ দশমিক ২৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে অকৃতকার্য ১ হাজার ৭১৫ জন, ফেল হার ২৩ দশমিক ০৫ শতাংশ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, যারা পরীক্ষায় অংশ নেননি তাদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বোর্ডের কাছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও এমন অনুপস্থিতির কারণ জানিয়ে কোনো প্রতিবেদন জমা দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন বলেন, অধিকাংশ শিক্ষার্থী গণিত ও ইংরেজি বিষয়ে ফেল করেছে। এই দুটি বিষয়ের দুর্বলতা ফেল করার অন্যতম কারণ।
তিনি আরও বলেন, সিলেট অঞ্চলে বিদেশমুখী প্রবণতা শিক্ষার্থীদের পড়াশোনা থেকে ছিটকে পড়ার একটি বড় কারণ। অনেক অভিভাবক দশম শ্রেণি বা এসএসসি পর্যন্ত সন্তানের পড়াশোনা করিয়ে বিদেশে পাঠিয়ে দেন। এ প্রবণতা রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
উল্লেখ্য, গত বছর সিলেট বোর্ডে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫০৭ জন এবং অকৃতকার্য হয়েছিলেন ২৯ হাজার ৬৭ জন। সেই তুলনায় এবার অকৃতকার্যের সংখ্যা আরও বেড়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত