বাংলাদেশ সিলেট

সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

sylhet
print news

ইত্তেহাদ নিউজ,সিলেট:  গড় ও বিভাগভিত্তিক পাসের হার, জিপিএ-৫ এবং জেলাভিত্তিক পাসের হারেও এগিয়ে রয়েছে মেয়েরা। বোর্ডের অধীনে পরীক্ষা দেওয়া ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭০ হাজার ৯১ জন।
এর মধ্যে ছেলে ৪১ হাজার ৮০৪ জন অংশ নিয়ে পাস করেছে ২৮ হাজার ৬৮৪ জন। আর মেয়ে ৬০ হাজার ৪১৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪১ হাজার ৪০৭ জন।

এবার জিপিএ-৫ প্রাপ্ত ৩ হাজার ৬১৪ জনের মধ্যে ছেলে ১ হাজার ৭৯১ এবং মেয়ে ১ হাজার ৮২৩ জন।

বৃহস্পতিবার (১০ জলাই) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য দেখা গেছে। এদিন বেলা ২টায় সংবাদ সম্মেলন করে ফলাফল জানান সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসার মো. আনোয়ার হোসেন চৌধুরী।

বোর্ডের তথ্য মতে, এবার বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৮৮২ জন রেজিস্ট্রেশন করলেও ২৩ হাজার ৮০৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে ১৮ হাজার ৪৪২ জন। বিজ্ঞানে মোট পাসের হার ৭৭ দশমিক ৪৭ শতাংশ। এই বিভাগে ছেলেদের ৯ হাজার ৬৬৬ জন রেজিস্ট্রেশনকৃত পরিক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৬৪১ জন অংশ নিয়ে পাস করেছে ৭ হাজার ৯০২ জন। ছেলেদের পাসের হার ৮১.৯৬ শতাংশ।

বিজ্ঞান বিভাগে মেয়েদের ১৪ হাজার ২১৬ জন রেজিস্ট্রেশনকৃত ছাত্রের মধ্যে ১৪ হাজার ১৬৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার ৫৪০ জন। মেয়েদের পাসের হার ৭৪.৪১ শতাংশ।

মানবিকে ৭১ হাজার ৪৩৮ জন রেজিস্ট্রেশনকৃত পরিক্ষার্থীর মধ্যে ৭০ হাজার ৯৭৪ জন অংশ নিয়ে পাস করেছে ৪৫ হাজার ৯২৪ জন। পাসের হার ৬৪ দশমিক ৭১ শতাংশ। এই বিভাগে ছেলেদের মধ্যে ২৮ হাজার ৬৬১ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় ২৮ হাজার ৪৬৪ জন অংশ নিয়ে পাস করে ১৭ হাজার ৯৬৩ জন। ছেলেদের পাসের হার ৬৩.১১ শতাংশ। মানবিকে রেজিস্ট্রেশনকৃত ৪২ হাজার ৯৭৭ জনের মধ্যে ৪২ হাজার ৫১০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৭ হাজার ৯৬১ জন। পাসের হার ৬৫.৭৮ শতাংশ।

এছাড়া ব্যবসায় রেজিস্ট্রেশনকৃত ৭ হাজার ৪৯৩ জনের মধ্যে ৭ হাজার ৪৪০ জন অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ৭২৫ জন। পাসের হার ৭৬ দশমিক ৯৫ শতাংশ। ছেলেদের মধ্যে ৩ হাজার ৭২০ জন রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৬৯৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ২ হাজার ৮১৯ জন। পাসের হার ৭৬. ২১ শতাংশ। মেয়েদের ৩ হাজার ৭৭৩ জন রেজিস্ট্রেশন করলেও ৩ হাজার ৭৪১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ২ হাজার ৯০৬ জন। পাসের হার ৭৭.৬৮ শতাংশ।

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪১১ জন। এর মধ্যে ছেলে ১ হাজার ৭৪১ জন এবং মেয়ে ১ হাজার ৬৭০ জন। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১০৯ জন। এর মধ্যে ছেলে ২২ এবং মেয়ে ৮৭ জন এবং ব্যবসায় ৯৪ জনের মধ্যে ছেলে ২৮ এবং মেয়ে ৬৬ জন।

এবছর এসএসসিতে বোর্ডের অধীনে ১ লাখ ৩ হাজার ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭০ হাজার ৯১ জন। বোর্ডে গড় পাসের হার ৬৮.৫৭ শতাংশ। আর অকৃতকার্য হয়েছে ৩২ হাজার ১২৮ জন পরিক্ষার্থী। অকৃতকার্যের হার ৩১.৪৩ শতাংশ।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.