কুমিল্লায় প্রকৌশলীকে অফিস থেকে লাথি মেরে বের করে দেওয়ার হুমকি জামায়াত নেতার


ইত্তেহাদ নিউজ,কুমিল্লা : কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণকে লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদে প্রকৌশলীর নিজ কক্ষে এ হুমকি দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী।
পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ অফিসে চেয়ারে বসে আছেন। তার সামনে টেবিলের অন্যপ্রান্তে দাঁড়িয়ে মাহবুব আলম মুন্সী। তর্ক-বিতর্কের এক পর্যায়ে তিনি প্রকৌশলীকে বলেন, ‘লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেব।’
এ বিষয়ে কাজী ফয়সাল বারীকে ফোন দিলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে কার্যালয়ে দেখা করলে কাজী ফয়সাল জানান, বিষয়টি মীমাংসা হয়ে গেছে। এটি নিয়ে আর কিছু হোক, তা তিনি চান না।
অভিযোগের বিষয়ে মাহবুব আলম মুন্সী বলেন, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাসকাইট থেকে প্রান্তি বাজার পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের জন্য আবেদন নিয়ে আমরা কয়েকজন গেলে উপজেলা প্রকৌশলী গড়িমসি করেন। এ নিয়ে তার সঙ্গে প্রায় ১০ মিনিট তর্ক-বিতর্ক হয়। রাস্তাটির গুরুত্ব বোঝাতে গেলে এক পর্যায়ে রেগে গিয়ে তিনি বলেন– ‘যদি রাস্তা ভেঙে পানি জমে থাকে, তাহলে আপনারা গিয়ে বালতি দিয়ে তা পরিষ্কার করেন’। আমিও তখন উত্তেজিত হয়ে কথাটি বলেছি।
তিনি আরও বলেন, ‘পুরো ঘটনা আড়াল করে আমাকে হেয় করার জন্যই মাত্র ১০ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। অথচ ইউএনও কার্যালয়ে বসে বিষয়টি সুরাহার অংশ হিসেবে আমার কাছে থাকা ভিডিওগুলো ডিলিট করা হয়েছে।
উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলইয়াস বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এক পক্ষ থেকে তো কোন ঘটনা তৈরি হয় না। তারপরও আমরা ইউএনওর সঙ্গে বসে বিষয়টি সুরাহা করেছি। প্রকৌশলীর কাছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি।
ইউএনও আবদুর রহমান বলেন, ‘রাস্তা সংস্কারের আবেদন নিয়ে তারা প্রথমে আমার কাছে এসেছিলেন। আমি তাদের উপজেলা প্রকৌশলীর কাছে পাঠাই। ওখানে কী ঘটেছে তা জানি না। তবে পরে বিষয়টি জানতে পেরে জামায়াতের নেতৃত্ব স্থানীয় লোকদের ডেকেছিলাম। তারা উপস্থিত হয়ে প্রকৌশলীর কাছে দুঃখ প্রকাশ করেছেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।