আল-আজহার বিশ্ববিদ্যালয়কে ঘিরে কড়া সমালোচনায় ইসরাইলি গণমাধ্যম


অনলাইন ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় ও এর গ্র্যান্ড ইমাম আহমদ আল-তাইয়েবকে ঘিরে কড়া সমালোচনায় মেতেছে ইসরাইলি গণমাধ্যম।
হিব্রু ভাষার দৈনিক পত্রিকা মারিভ–এ প্রকাশিত এক প্রতিবেদনে আল-আজহার বিশ্ববিদ্যালয়কে ‘সাপের মাথা’ হিসেবে উল্লেখ করে প্রতিষ্ঠানটিকে নির্মূল করার আহ্বান জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আল-আজহার বিশ্ববিদ্যালয় ইসরাইলবিরোধী মনোভাব ছড়ানোর কেন্দ্রস্থল হয়ে উঠেছে।
পত্রিকাটি ইসরাইলের গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা ও মিশরবিষয়ক বিশেষজ্ঞ এলি ডেকেলের সাক্ষাতকারও প্রকাশ করে। এতে তিনিও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কঠোর সমালোচনা করেন।ডেকেল দাবি করেন, ‘আল-আযহার এখন মিশর থেকে ইসরাইলের বিরুদ্ধে ঘৃণার মূখপাত্র হয়ে উঠেছে।
সাক্ষাতকারে ডেকেল বলেন, ‘আমি ইসলাম নিয়ে বিশেষজ্ঞ নই— এটি আমার গবেষণার বিষয় নয়। তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বিষয়টি নিয়ে কথা বলছি।’
সুন্নি মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্মীয় প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয় সম্প্রতি গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা ও পরিকল্পিত এবং ‘না খাইয়ে মারার নীতি’ হিসেবে উল্লেখ করে একটি কড়া বিবৃতি দেয়। যদিও কিছু সময় পরেই সেই বিবৃতিটি তাদের অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।