নোমানী তথ্য সঠিক হলে দু’কলম হলেও নিউজ করে দেও…..


মামুনুর রশীদ নোমানী :
সাইদুর রহমান রিমন। সবাই রিমন নামেই চিনে।অনুসন্ধানী সাংবাদিকতায় দেশ সেরা পরিচিত একটি মুখ।তার সাথে দীর্ঘ দিনের পরিচয়।হঠাৎ আজ ৩০ জুলাই বিকেলে বাংলাভূমি পত্রিকার হোয়াটএ্যাপস গ্রুপে রিমন দাদা ভাইর মৃত্যু সংবাদ দেখে হতবাক হই।বিশ্বাষই করতে পারিনি।এর কারন হলো ২৯ জুলাই সন্ধ্যার পরেও তার সাথে একটি নিউজের বিষয় আরোচনা করেছি।নিউজটি তার হোয়াটএ্যাপসে দিয়েছে।নিউজটি আপলোড হওয়ার পরে জালেন নিউজ আপলোড হয়েছে।
হাজার হাজার অনুসন্ধানী সাংবাদিক তৈরী করার কারিগর দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক, আমাদের প্রাণপ্রিয় সাঈদুর রহমান রিমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গাজীপুরে সফররত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আজ বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিমন দাদা ভাইর সাথে দেশবাংলায় কাজ করেছি ও বাংলাভুমিতে কাজ করতেছি।সংবাদ ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে দিক নির্দেশনা দিতেন।ইস্যু ভিত্তিক নিউজ করতে বলতেন।তার সাথে গাজিপুরের শ্যামলী রিসোর্ট প্রেস কাউন্সিল ও দেশবাংলা যৌথ আয়োজিত প্রশিক্ষন কর্মশালা,পদ্মা পাড় যাকে মিনি কক্সবাজার বলা হয় সেই মৈনটঘাটে সাংগঠনিক কার্য্যক্রমে এক দিন একরাত এক সাথে থাকা।বরিশালে আসলেন নিমন ভাই। গন্তব্য ভান্ডারিয়া।ভোর রাতে বরিশাল লঞ্চঘাটে রিসিভ করলাম।বললো নোমানী এখন ডাল ভাত ও ডিম ভাজা দিয়ে ভাত খাবো।ইসলামিয়া হোটেলে গরম ভাত সাথে ডাল ও ডিম ভাজা খেলেন।এ রকম অসংখ্য স্মৃতি রয়েছে।তার একটা কথা আজ বার বার মনে পড়ছে।তিনি বলতেন নোমানী তথ্য যদি সত্য হয় তাহলে দু’ কলম হলেও লিখবা। লিখে যাও। তার উৎসাহে আজ সাহস নিয়ে লিখতে পারছি।তার উৎসাহ ও অনুপ্রেরনা আমার কর্ম জিবনে কাজে আসছে বলেই দুর্নীতিবাজ ও অসৎ লোকদের খবর প্রকাশ করতে পেরেছি।রিমন ভাই যেখানেই থাকবেন ভালো থাকবেন।আপনার রুহের মাগফিরাত কামনা করি।আপনাকে আল্লাহ সুবহানু তায়ালা জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
লেখক : সাংবাদিক
[email protected]
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।