মতামত

আমি শফিকুল ইসলাম কাজল-এই বাংলাদেশ আমি চাইনি

WhatsApp Image 2025 08 01 at 08.24.24 999d0c37
print news

শফিকুল ইসলাম কাজল:
আমি শফিকুল ইসলাম কাজল। একসময় ক্যামেরা হাতে সত্যের সন্ধানে পথে পথে ঘুরেছি। আজ আমি দাঁড়িয়ে আছি, একজন গুম-ভুক্তভোগী হিসেবে-not by choice, but by consequence. আমি সেই বাংলাদেশে জন্মেছি, যেখানে সাংবাদিকতা ছিল সাহসের প্রতীক। কিন্তু আমি সেই বাংলাদেশে গুম হয়েছি, যেখানে সত্য বলা অপরাধ।
যে অভিজ্ঞতা আমার জীবন বদলে দিয়েছে:
২০২০ সালের মার্চে আমি নিখোঁজ হই। ৫৩ দিন চোখ বাঁধা অবস্থায়, মুখে বল গুঁজে, শ্বাসরুদ্ধ অবস্থায় কাটিয়েছি। আমার অপরাধ? আমি প্রশ্ন করেছিলাম। আমি ক্যামেরায় ধরেছিলাম ক্ষমতার পেছনের অন্ধকার। আমার সন্তান, আমার পরিবার, আমার সহকর্মীরা জানতেন না আমি বেঁচে আছি কি না। ৮ মাসের কারাগারে নিপিড়নের কথা নাই বা বললাম।

সারা বিশ্ব তখন জেগে উঠেছিল-আমার জন্য।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-সবাই বলেছিল, “কাজল কোথায়?” আন্তর্জাতিক গণমাধ্যম আমার ছবি ছেপেছিল, আমার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়েছিল। কিন্তু আমার নিজের রাষ্ট্র? তারা চুপ ছিল। তারা শুধু মামলা করেছিল, অপবাদ দিয়েছিল, এবং আমাকে অদৃশ্য করে দিয়েছিল।
আজকের বাংলাদেশ-যা আমি চাইনি:
যেখানে সাংবাদিকতা মানে আতঙ্কে বাঁচা
যেখানে গুমের শিকাররা শুধু পরিসংখ্যান
যেখানে বিচার নেই, জবাবদিহি নেই, ক্ষমা নেই
আমি সেই বাংলাদেশ চাইনি, যেখানে একজন সাংবাদিকের সন্তানকে বলতে হয়-”আমার বাবা কোথায়?” আমি সেই বাংলাদেশ চাইনি, যেখানে গুমের কথা বললে রাষ্ট্র বলে, “এমন কিছু হয়নি।”
আমার দাবি, আমার প্রতিবাদ:
গুমকে রাষ্ট্রীয় অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে হবে
প্রতিটি গুমের পূর্ণ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে
ভিক্টিমদের নাম, গল্প, এবং পরিবারকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে
সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা সংবিধানিকভাবে রক্ষা করতে হবে

আমি ফিরে এসেছি, কিন্তু আমার মতো অনেকেই ফেরেনি। আমি কথা বলছি, কিন্তু অনেকের কণ্ঠ চিরতরে স্তব্ধ। আজকের বাংলাদেশে যদি সত্য বলার জায়গা না থাকে, তাহলে গণতন্ত্র শুধু একটি শব্দ। আমি চাই, আমার অভিজ্ঞতা শুধু বেদনার গল্প না হোক-হোক পরিবর্তনের অনুপ্রেরণা।
আমি শফিকুল ইসলাম কাজল। আমি গুমের শিকার। কিন্তু আমি নীরব নই।

এই বাংলাদেশ আমি চাইনি। আমি শফিকুল ইসলাম কাজল। আমি গুমের শিকার। এক বছর হয়ে গেল অন্তর্বর্তী সরকার এসেছে। কিন্তু—

গুমের পরিপূর্ণ সত্য তালিকা আজও গোপন।
ডিজিটাল নিরাপত্তা আইন এখনো বহাল
নির্বাচন কবে হবে, কেউ জানে না
আমরা যারা লড়েছি, নিপীড়নের শিকার হয়েছি—আমাদের আত্মত্যাগ কি শুধু ইতিহাসের ফুটনোট?

আমি চাই: গুমের পূর্ণ তালিকা বাকস্বাধীনতা নির্বাচনের তারিখ ভিক্টিমদের স্বীকৃতি

এই বাংলাদেশ আমি চাইনি। কিন্তু বদলাতে আমি কথা বলব।

লেখক : শফিকুল ইসলাম কাজল, লন্ডন

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.