অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩১ জুলাই, ২০২৫ তারিখে "Further Modifying the Reciprocal Tariff Rates" শীর্ষক এক নির্বাহী আদেশে নতুন করে আমদানি শুল্ক (ট্যারিফ) হার নির্ধারণ করেছেন। হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে স্বাক্ষরিত এই আদেশে ট্রাম্প আফ্রিকা, এশিয়া-প্যাসিফিক, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আমেরিকা অঞ্চলের একাধিক দেশের পণ্যের উপর আমদানি শুল্ক বাড়িয়ে দিয়েছেন।
এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্য পরিস্থিতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে এবং অনেক দেশই আশঙ্কা করছে যে, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কঠিন হয়ে পড়বে। নীতিনির্ধারক ও ব্যবসায়ী মহলে এর প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে।
বিভিন্ন অঞ্চলের দেশভিত্তিক শুল্কহার বিস্তারিতঃ
আফ্রিকা
আলজেরিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা – ৩০%
তিউনিসিয়া – ২৫%
অ্যাঙ্গোলা, বতসোয়ানা, ক্যামেরুন, চাদ, আইভরি কোস্ট, ডিআর কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ঘানা, গায়ানা, লেসোথো, মাদাগাস্কার, মালাউই, মরিশাস, মোজাম্বিক, নামিবিয়া, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে – ১৫%
এশিয়া-প্যাসিফিক
লাওস, মিয়ানমার – ৪০%
ভারত – ২৫%
বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইওয়ান, ভিয়েতনাম – ২০%
কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, থাইল্যান্ড – ১৯%
ফিজি, জাপান, নাউরু, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, দক্ষিণ কোরিয়া, ভানুয়াতু – ১৫%
ইউরোপ
সুইজারল্যান্ড – ৩৯%
সার্বিয়া – ৩৫%
বসনিয়া ও হার্জেগোভিনা – ৩০%
মল্ডোভা – ২৫%
ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ পণ্য, আইসল্যান্ড, লিচেনস্টেইন, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে – ১৫%
যুক্তরাজ্য – ১০%
মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া
সিরিয়া – ৪১%
ইরাক – ৩৫%
কাজাখস্তান, ব্রুনেই – ২৫%
আফগানিস্তান, ইসরায়েল, জর্ডান, তুরস্ক – ১৫%
উত্তর ও দক্ষিণ আমেরিকা
কানাডা – ৩৫%
নিকারাগুয়া – ১৮%
বলিভিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, ত্রিনিদাদ ও টোবাগো, ভেনেজুয়েলা – ১৫%
ব্রাজিল, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ – ১০%
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত