ট্রাম্প ভারতের ওপর ক্ষুব্ধ


অনলাইন ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মস্কোর সঙ্গে ভারতের গভীর সম্পর্ক যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে ‘বিরক্তিকর বিষয়’ হিসেবে দাঁড়িয়েছে। বিশেষ করে ভারতের রাশিয়ায় থেকে তেল আমদানির ওপর তিনি এ মন্তব্য করেন।
শুধুমাত্র ভারত নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেল আমদানিকারীদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারিও দিয়েছেন। ৩০ জুলাই রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি সরাসরি বলেন, যদি ভারত রাশিয়ার তেল আমদানি বন্ধ না করে, তাহলে ভারতের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক ও অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে।
রুবিওর এই মন্তব্য এসেছে ট্রাম্পের হুঁশিয়ারির এক দিন পর। ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও ভারতকে ‘মিত্র’ এবং ‘কৌশলগত অংশীদার’ হিসেবে অভিহিত করলেও বলেন, ভারতের রাশিয়ার তেল কেনা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে।
২০২৪ সালে ভারতের তেল আমদানি বাজারে রাশিয়ার অংশ ছিল ৩৫ থেকে ৪০ শতাংশ, যা ২০২১ সালে মাত্র ৩ শতাংশ ছিল। রুবিও স্বীকার করেন, ভারতের বড় জ্বালানি চাহিদা এবং রাশিয়ার কম দামের তেলের কারণে তারা মস্কো থেকে তেল কিনছে। তবে তিনি সতর্ক করেন, এই ক্রয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে উৎসাহিত করছে।
ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে রুবিও বলেন, ‘প্রেসিডেন্টের হতাশার কারণ হলো বিশ্বে অন্যান্য বিকল্প তেল সরবরাহকারী থাকা সত্ত্বেও ভারত কেন এত বেশি রাশিয়ার তেল কিনছে।’ তিনি বিষয়টিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতীয় সম্পর্কের জন্য ‘বিরক্তিকর বিষয়’ হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।