বরিশাল অফিস : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের মিঠুন আচার্য্য অনুজ (অনুজ আচার্য্য) ছাত্রলীগ নেতা থেকে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। কয়েক বছর আগেও সংসারে ছিল অভাব-অনটন। অভাবী পিতার একমাত্র মেয়ের বিয়ে দিতে বিক্রি করতে হয়েছে জমি। সেই অভাব-অনটনের মাঝে ভাগ্যক্রমে ছাত্রলীগ করে মিঠুন আচার্য্য অনুজ এখন কয়েক কোটি টাকার মালিক।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গত সতেরো বছরে পৌর এলাকার সদরে একাধিক জমিসহ গড়েছেন আলিশান বাড়ি। স্থানীয় সমিতিসহ ব্যাংকে জমিয়েছেন কয়েক কোটি টাকা। তিনি কোনো দৃশ্যমান ব্যবসা বা কোনো কাজকর্ম না করেই ওই সম্পদ গড়েছেন।
এ সময়ে একবার তিনি স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পরে সভাপতি এবং পৌর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছিলেন।
ছাত্রলীগের কর্মসূচিতে মাঝে মাঝে দেখা মিলত উপজেলা সদরের মৃত নারায়ণ আচার্য্যের ছেলে অনুজ আচার্য্যর। গত দশম জাতীয় সংসদ নির্বাচনে পর উপজেলার স্বরূপকাঠি পৌর ছাত্রলীগ কমিটির সাধারণ সম্পাদক হয়ে এলাকায় ফেলেন হৈ হুল্লোড়। এরপর ওই কমিটির সভাপতি পদে দায়িত্ব নেন। পরে পেছনে ফিরে তাকাতে হয়নি আর। যেখানেই দিয়েছেন হাত সবাইকে করেছেন কাত।
ছাত্রলীগের সভাপতি হয়ে স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর হয়ে পৌঁছে যান লক্ষ্যে। তাতেই এলাকার একটি কিশোর গ্যাং চলে আসে তার পক্ষে। এই পোষ্য কিশোর গ্যাং পালনসহ সালিশ বাণিজ্য, পৌর এলাকার বাসস্ট্যান্ড থেকে চাঁদাবাজি, টেন্ডারবাণিজ্য, ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ থেকে রাতারাতি টাকার কুমির বনে যান এক সময়কার বেকার এই ছাত্রলীগ নেতা।
তবে ৫ আগস্টের পর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশিরভাগ নেতাকর্মী গা ঢাকা দিয়ে থাকলেও কথিত এই ধনকুবের থাকেন এলাকায়। অভিযোগ রয়েছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের এক শ্রেণির অসাধু নেতাদের ছত্রছায়ায় পূর্বের ন্যায় বীরদর্পে চলছেন এই ছাত্রলীগ নেতা।
অনুসন্ধানে জানা গেছে, অভাবী ঘরের সেই ছেলে অনুজ আচার্য্য আওয়ামী সরকারের আমলে প্রয়াত বাবার কুঁড়েঘর ভেঙে উপজেলা সদরের ১নং ওয়ার্ডে গড়েছেন তিনতলা ফাউন্ডেশনের রাজকীয় আলিশান বাড়ি। ক্রয় করেন দুই চাকাবিশিষ্ট মটরযানের একাধিক গাড়ি। ২০১৯ সালে কৃষ্ণ কান্ত দাস নামে জনৈক এক ব্যক্তির পরিচালিত একটি সমবায় সমিতিতে মাসে আঠারশ টাকা মুনাফার ভিত্তিতে দুই ধাপে রাখেন সত্তর লাখ টাকা। উপজেলা সদরের আচার্য্য পাড়ায় শঙ্কর দাসের বসতঘরসহ আড়াই শতক জমি কিনেন ষোল লাখ টাকায়। বোনের বিয়ের সময় পিতার বিক্রীত জমি উদ্ধার করেন বারো লাখ টাকায়। নবনির্মিত সেই আলিশান বাড়িতে লাগান দুই টনের এসি।
উপজেলার ওই সমবায় সমিতির পরিচালক কৃষ্ণ কান্ত দাস বলেন, অনুজ আচার্য্য কাজকর্ম বলতে কিছুই করতেন না। ছাত্রলীগের পদের সুবাদে সে একবার আমার সমিতিতে সত্তর লাখ টাকা রাখেন। চার বছরে সেই টাকার সুদে আসলে নিয়েছেন দেড়কোটি টাকা। পরে আমার সমিতিতে আবার নয় লাখ টাকা রেখে সেখান থেকেও আট লাখ টাকার সুদ নিয়েছেন। এখন হঠাৎ করে শেষবারে রাখা সেই নয় লাখ একসাথে চাচ্ছেন। সমিতির একটু খারাপ সময় যাচ্ছে। এজন্য সে আমার ওপর হামলা চালিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ নেতা মিঠুন আচার্য্য অনুজ বলেন, ওই সমিতিতে আমার এবং আত্মীয় পরিজনের মিলিয়ে বর্তমানে ৩৫ লাখ টাকা জমা আছে। আমার কোনো অবৈধ ইনকাম নেই। আমি বৈধভাবে ৫৫ লাখ টাকা, বিশ ভরি স্বর্ণ এবং দুটি মোটরসাইকেলের ইনকাম ট্যাক্স দেই।
আপনার দৃশ্যমান কোনো ব্যবসা নেই। তাহলে পৌর ছাত্রলীগের সভাপতি হয়ে আপনার এত টাকা এবং সম্পদ কোথা থেকে আসল- এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমার মেয়ের নামে একটি ঠিকাদারি লাইসেন্স আছে।
তাহলে কোন সালে ওই লাইসেন্স এবং কোথায় ঠিকাদারি কাজ করছেন পুনরায় জানতে চাইলে তিনি তার কোনো সদুত্তর দিতে পারেননি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত