ইত্তেহাদ নিউজ, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবল উপজেলার বার আউলিয়া গ্রামে মাচায় ঝুলছে বাহারি রঙের তরমুজ। সবুজ ও হলুদ রঙের বাইরে, ভেতরে কখনও লাল কখনও হলুদ এই দুই জাতের সুস্বাদু তরমুজ চাষ করে তাক লাগিয়েছেন কৃষক মো. দুলাল মিয়া। প্রথমবারের মতো মাত্র ২০ শতক জমিতে প্রায় ২০ হাজার টাকা ব্যয় করে মাচা পদ্ধতিতে আবাদ করে এখন এক থেকে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন দেখছেন তিনি।
দুলাল মিয়া জানান, তিনি ব্যবসা করেন। এর পাশাপাশি কৃষিকাজেও জড়িত রয়েছেন। চলতি বছরের এপ্রিল মাসে ‘মধুমালা’ ও ‘ইয়েলো বার্ড’ জাতের তরমুজ রোপণ করেন মাচা পদ্ধতিতে। জমিতে মালচিং পদ্ধতির প্রয়োগ, পলিথিন দিয়ে ঢেকে দেওয়া বেড, ফেরোমন ফাঁদ দিয়ে পোকা দমন এবং জৈব সার ও বালাইনাশক ব্যবহারের মাধ্যমে তিনি সম্পূর্ণ বিষমুক্ত ও পরিবেশবান্ধবভাবে চাষ করেছেন এই তরমুজ। বর্তমানে আমার জমিতে ৬০০টি গাছে ঝুলছে প্রায় ৮০০টি তরমুজ। গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে। ইতোমধ্যে তরমুজ বিক্রির উপযোগী হয়েছে। তিনি জানান, প্রতিটি ফলের ওজন ২.৫ থেকে ৩ কেজি পর্যন্ত। বর্তমান বাজারে হলুদ ও সবুজ রঙের প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকায়। সেই হিসেবে আয় হতে পারে ১ থেকে ১.৫ লাখ টাকা।
তরমুজ চাষে পরামর্শ দিয়েছেন বাহুবল উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম। তিনি বলেন, এই অঞ্চলের মাটি তরমুজ চাষের উপযোগী। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মোটিভেশনের মাধ্যমে মাচায় দুই রঙের তরমুজ চাষ করেন কৃষক দুলাল মিয়া। তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি। তার ক্ষেতে ২.৫ থেকে ৩ কেজি ওজনের তরমুজ রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু বলেন, বাহুবলে আগে তরমুজ চাষ হতো না। আমরা কৃষকদের উৎসাহ দিয়েছি। এখন বেশ কয়েকটি এলাকায় তরমুজ চাষ শুরু হয়েছে। দুলালের খেতের হলুদ-সবুজ তরমুজ প্রমাণ করেছে এই মাটিতে এ জাতের ফলনের বিপুল সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বাহুবলের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে এই তরমুজ চাষ। দৃষ্টিনন্দন, সুস্বাদু ও লাভজনক হওয়ায় আশপাশের কৃষকদের মধ্যেও তৈরি হচ্ছে আগ্রহ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত