ইত্তেহাদ নিউজ,বগুড়া : বগুড়ার ধুনটে অর্থ আত্মসাত, চেক জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কাদাই দাখিল মাদ্রাসার সুপার মোকছেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার মাদ্রাসা পরিচালনা কমিটির (অ্যাডহক) সভাপতি মজনু মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।
মজনু মিয়া জানান, ২০২৪ সালের ১ অক্টোবর কাদাই দাখিল মাদ্রাসার সুপার মোকছেদ আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাত, চেক জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। গ্রামবাসী ও অভিভাবকরা এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৩ সালে মাদ্রাসায় একজন আয়া ও একজন নিরাপত্তাকর্মী নিয়োগ বাবদ সকল ব্যয় শেষে মাদ্রাসার তৎকালীন সভাপতি বনি আমিন মিন্টু মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য নগদ দুই লাখ ২৫ হাজার টাকা সুপার মোকছেদ আলীর কাছে জমা দেন। কিন্তু সুপার মাদ্রাসার উন্নয়নে কোন কাজ না করায় বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এছাড়া মাদ্রাসায় অনুপস্থিত ও ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ গ্রহণসহ দুর্নীতির অভিযোগে গত ৩১ জুলাই মাদ্রাসা পরিচালনা কমিটির সিদ্ধান্তে মাদ্রাসার মোকছেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের বিষয়টি গত ১ আগস্ট বগুড়া শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার সুপার মোকছেদ আলী বলেন, তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কোন প্রশাসনিক তদন্ত ছাড়াই তাকে বরখাস্ত করা হয়েছে।এ ব্যাপারে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, কাদাই দাখিল মাদ্রাসার সুপারকে বরখাস্তের বিষয়ে একটা অনুলিপি পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত