ইত্তেহাদ নিউজ,ঢাকা : বেসিক ব্যাংক লিমিটেড থেকে ভুয়া বন্ধকি সম্পত্তি দেখিয়ে এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে আজ এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। গত ৩১ জুলাই এ মামলা দায়ের করা হয়েছে।দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার আশায় এবং অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রতারণপূর্বক অপরাধজনক বিশ্বাস ভঙ্গ এবং অসদাচরণের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ৩০ কোটি টাকা আত্মসাৎ করেছে।
এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে এবং ক্ষমতার অপব্যবহার করে মঞ্জুরিকৃত ঋণের বিপরীতে প্রকৃত বন্ধকি সম্পত্তি না রেখে জাল কাগজপত্র ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ ছাড় করেন। এরপর তারা ঋণের অর্থ বিভিন্ন উপায়ে আত্মসাৎ করেন।মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে। এছাড়াও অভিযোগপত্রে বেসিক ব্যাংকের সাবেক পরিচালক, ব্যবস্থাপক, মূল্যায়নকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ভুয়া প্রতিষ্ঠানের মালিকদের নাম উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত