আশুগঞ্জে এনসিপির সমর্থকদের বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসের বেষ্টনী ভাঙ্গার অভিযোগ


ইত্তেহাদ নিউজ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এনসিপি সমর্থকদের বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসের সীমানা ভেঙে অফিস চত্বর দখলের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে এনসিপি সমর্থকদের প্রশ্ন করলে তারা জানান, ভূমি অফিসের সামনে মিলাদ মাহফিল ও ‘জুলাই মঞ্চ’ নির্মাণ করতে চান। কিন্তু কর্তৃপক্ষ যদি অনুমতি না দেয়, তাহলে তারা জনতার সমাবেশ ঘটিয়ে অফিসে ভাঙচুর চালানো এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে বদলি করার হুমকি দেন।
এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন আশুগঞ্জ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরী) করেন। জিডিতে এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম, যুগ্ম সমন্বয়কারী আমিনুল ইসলাম দিপু, সমন্বয়কারী সুমন মৃধা, ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
জিডিতে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার বেলা সোয়া ১১টার সময় আশুগঞ্জ ভূমি অফিসের নৈশ-প্রহরী কবির হোসেন তাকে ফোন করে জানায়, এনসিপির সমর্থকেরা অবৈধভাবে ভূমি অফিসের বেষ্টনী ভেঙ্গে তা দখল করার চেষ্টা করছে। সংবাদ পেয়ে তিনি এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিমকে ফোন করলে ডালিম তার সমর্থকদেরও একাজে উৎসাহিত করেন।
উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম বলেন, ‘মিলাদ মাহফিল আয়োজনের জন্য ভূমি অফিসের পেছনে থাকা মঞ্চ পরিষ্কার করতে গিয়ে টিনের বেড়া খুলেছেন কর্মীরা। এতে এসিল্যান্ড পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দেন, যদিও অনুষ্ঠান করতে তারা আগেই মৌখিকভাবে জানিয়েছিলেন। হুমকির অভিযোগকে তিনি ‘বানোয়াট’ বলেও দাবি করেন।’
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া জানান, এনসিপি কর্মীরা এসিল্যান্ড অফিসের বেড়া ভেঙে অনুমতি ছাড়াই সরকারি জায়গায় ‘জুলাই মঞ্চ’ করার চেষ্টা করেছে। বারবার বুঝানো হলেও তারা সেখানেই অনুষ্ঠান করতে চায়। নিরাপত্তা ও গোপনীয়তার কারণে অনুমতি না দেওয়ায় তারা এসিল্যান্ডের সাথে দুর্ব্যবহার করেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।