বিশেষ সংবাদ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রিপন মল্লিকের নেতৃত্বে বিজয় র‍্যালী

WhatsApp Image 2025 08 06 at 09.49.55 945b8e8a
print news

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ই আগষ্ট) সকালে টংগিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক এর নেতৃত্বে উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের মাঠ হতে র‍্যালী টি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনারং চৌরাস্তায় এসে র‍্যালীটি শেষ হয়। র‌্যালি ও আনন্দ মিছিল শেষে চৌরাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ।
এ সময় বক্তারা বলেন, গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। স্বৈরাচার খুনি হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা তাদেরকে স্মরণ করছি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদেরকে উন্নত মানের চিকিৎসা করার জন্য সরকারের নিকট অনুরোধ করছি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি আব্দুল হাই, আক্তার লাকুরিয়া, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি, প্রচার সম্পাদক আব্দুর রহিম বেপারী, জেলা কৃষক দলের সদস্য সচিব শহিদ মজুমদার, যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল কবির কাজল হালদার, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম, আউটশাহী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ খান, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হান্নান মল্লিক, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন হালদার, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ.জামান এপোলো, উপজেলা যুবদলের আহবায়ক ভিপি আনিস বেপারী, সদস্য সচিব মহসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, উপজেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক পারভেজ ঢালী, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক খোরশেদ সিকদার, ছাত্রদল নেতা তানবির মল্লিক,সজিব আজমেদ ইমন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.