শিক্ষা কার্যক্রমে ফিরছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ


ইত্তেহাদ নিউজ,ঢাকা : বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। বুধবার (৬ আগস্ট) নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। এর আগে টানা দুই দিন গ্রুপ কাউন্সেলিং কার্যক্রম চলে।
কলেজটির জনসংযোগ কর্মকর্তা শাহ্ বুলবুল এই তথ্য নিশ্চিত করে বলেন, প্রথম দুই দিন প্রতিষ্ঠানটিতে দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি ও কাউন্সেলিং পরিচালিত হয়। তবে আজ থেকে নিয়মিত ক্লাস ধাপে ধাপে চালু হচ্ছে। পাশাপাশি আগামী তিন মাস ধরে চলবে মনোসামাজিক কাউন্সেলিং কার্যক্রম।
মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম জানিয়েছেন, বর্তমানে শিক্ষার্থীদের মানসিকভাবে সহায়তা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই কাউকে জোর করে ক্লাসে ফিরতে বাধ্য করা হয়নি; বরং অভিভাবকদের মতামতের ভিত্তিতেই ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরানো হচ্ছে।
গত ২১ জুলাই ভয়াবহ এক ট্রাজেডির শিকার হয় রাজধানীর নামকরা এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
ভয়াবহ বিমান দুর্ঘটনার পর তিন দফায় ছুটি ঘোষণা করে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।