বাংলাদেশ চট্টগ্রাম

ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না

965bac063208b4107b94771c72d0db04 689218541bd58
print news

ইত্তেহাদ নিউজ, চট্টগ্রাম :  ‘জুলাই ঐক্য’ ভাঙার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেছেন, ‘ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসনের ‘জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহতদের সংবর্ধনা ও আলোচনা সভায়’ তিনি এ কথা বলেন।

জুলাই যোদ্ধাদের উদ্দেশে এসপি সাইফুল ইসলাম সানতু বলেন, ‘ফেসবুক-ইউটিউবে বিভিন্ন কনটেন্ট ছড়িয়ে আপনাদের ঐক্য বিনষ্ট করা হচ্ছে। আপনাদের ঐক্য যে বিনষ্ট করা হচ্ছে, এটা আপনারা খেয়াল করছেন না। আপনারা যদি এটা খেয়াল না করেন, শত্রুরা সুযোগ পেয়ে যাবে। মনে রাখতে হবে, এটা তাদের সাইবার ওয়ারফেয়ারের একটা অংশ। এই অংশকে আপনাদের প্রতিহত করতে হবে। শত্রুরা কিন্তু আবার আসার প্রস্তুতি নিচ্ছে।’

তিনি বলেন, ‘এ অবস্থায় আপনারা আপনাদের ভাইদের কখনো ভুল বুঝবেন না। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা যুদ্ধ করেছেন, তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। কেউ আপনাদের পরাজিত করতে পারবে না। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের সঙ্গে আমরা যারা প্রশাসনে রয়েছি, তখন আমাদেরও কিন্তু একই পরিণতি বরণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা যদি আপনাদের পরিণতি সঠিক চান, দেশটাকে যদি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চান, বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত করতে চান, তাহলে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না।’

এদিকে একই সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ জুলাই অভ্যুত্থানে পুলিশের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন।

ডিআইজি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশকে অনেকসময় অনেক ধরনের কাজ করতে হয়। পুলিশের গুলিতে অতীতে যে লোক মারা যায়নি, তা কিন্তু নয়। কিন্তু মানুষ সেগুলো মেনে নিয়েছে। ভেবেছে, হয়তো পুলিশের কিছু ভুলত্রুটি থাকতে পারে বা আমাদের কিছু ভুলত্রুটি থাকতে পারে। কিন্তু এবারের গণঅভ্যুত্থানে পুলিশের যে ভূমিকা ছিল, আমরা যারা পুলিশে আছি, আমরাও অত্যন্ত ব্যথিত।’

ডিআইজি বলেন আরও বলেন, ‘আমরা জানতাম, পুলিশ একদিন বড় ধরনের ধাক্কায় পড়ে যাবে। পুলিশ সেই ধাক্কায় পড়েছেও। ৩ আগস্টের পরে পুলিশের অনেকে বুঝতে পেরেছিলেন যে, তাদের জনগণের সঙ্গে থাকা দরকার। কিন্তু বাংলাদেশ পুলিশের তখনকার নেতৃত্ব বুঝতে পারল না যে, আমাদের জনগণের সঙ্গে থাকা দরকার। এটা পুলিশের বিরাট ব্যর্থতা।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘নেতৃত্বের প্রতি আমার অনুরোধ থাকবে, আজ বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন গঠন হয়েছে, আপনারাও যদি কখনো সুযোগ পান, তাহলে পুলিশের এ ব্যর্থতা নিয়ে একটি কমিশন গঠন করে জানার চেষ্টা করুন, পুলিশ কেন এ কাজগুলো করলো, কাদের নেতৃত্বে, কাদের ব্যর্থতায়, কাদের প্ররোচনায়? এটা কি ইন্টারনাল কোনো ইস্যু ছিল না-কি কোনো বহিঃশত্রু এর পেছনে কাজ করেছে, এগুলো ভাববার দরকার আছে। আপনারা দয়া করে এটা করবেন।’

তিনি বলেন, ‘কারণ পুলিশকে তো রাখতে হবে। পুলিশ ভালো করুক, খারাপ করুক, রাখতে হবে। পুলিশেরও কিন্তু ৪৪ জন জীবন দিয়েছে, তাদের অনেকে হয়তো এ ঘটনায় ছিলও না, কেউ কেউ হয়তো ছিল। তারাও তো এ দেশের মানুষ। এ দেশের হাজার-হাজার ছাত্র-জনতা জীবন দিল আমাদের পুলিশের নেতৃত্বের ব্যর্থতার কারণে। আমরা বুঝতে পারলাম না, কেন বুঝতে পারলাম না- সেটা আপনারা দয়া করে যারা নতুন করে ক্ষমতায় আসবেন, তারা দেখবেন।’

জুলাই যোদ্ধাদের পথভ্রষ্ট না হওয়ার আহ্বান জানিয়ে ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, ‘মুক্তিযুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধাদের কারও কারও মধ্যে কিছুটা পথভ্রষ্টতা দেখা গিয়েছিল। স্বাধীনতার পর তারা হয়তো সঠিক পথ পাননি, কাজ পাননি, এজন্য হয়তো কেউ কেউ পথভ্রষ্ট হয়েছিলেন। আমি এ (জুলাই) আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, তাদের বলবো- এখনকার চেতনা কতদিন ধরে রাখতে পারবেন আমি জানি না। কিন্তু সেটা ধরে রাখেন, একটু পড়াশোনায় সম্পৃক্ত হোন, কিছু করার চেষ্টা করেন।’

‘আমি একজন নামকরা বীর মুক্তিযোদ্ধার কথা এই মুহূর্তে বলতে পারি, যিনি অত্যন্ত কষ্টকর জীবনযাপন করছেন। আমি অত্যন্ত ব্যথিত, আমার মনটা কেঁদে ওঠে। আপনাদেরও যাতে এমন পরিণতি না হয়, সেটা চেষ্টাটা একটু করেন। শুধু আন্দোলন করে, করে আপনাদের জীবনটা যেন ওই পথভ্রষ্টতার দিকে না যায়, সেটা দয়া করে দেখবেন। আমি একজন বয়স্ক মানুষ এবং দীর্ঘদিন চাকরি করার সুবাদে যা কিছু দেখছি, তার প্রেক্ষিতেই কথাগুলো বলছি।’

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসিব আজিজ এবং জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজন বক্তব্য দেন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.