বাংলাদেশ ময়মনসিংহ

শেরপুরে বৃদ্ধাকে মাটিচাপার ভিডিও ভাইরাল, সেই স্বামী-স্ত্রীকে পুনর্বাসন করবে প্রশাসন

Sherpur 6898c5d1742e3
print news

অনলাইন ডেস্ক : শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠে বৃদ্ধ স্বামীর বিরুদ্ধে। সেই স্বামী-স্ত্রীকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন।

পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী খোরশেদা বেগমকে (৬০) প্রায় ৭ বছর সেবা শুশ্রূষা করা বৃদ্ধ স্বামী খলিলুর রহমান মানসিক অস্থিরতায় অনেকটা রেগে গিয়ে টেনেহিঁচড়ে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করছেন- এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শুক্রবার দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া এলাকায় এমন ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় পুলিশ ও উপজেলা প্রশাসন রোববার (১০ আগস্ট) সকালে সরেজমিন তদন্ত করে দেখতে পায় ঘটনার দিন বিছানায় পড়া স্ত্রীর সেবা করতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন স্বামী খলিল। একদিকে ছেলেমেয়ে দূরে থাকায় কিছুটা অর্থকষ্ট, অন্যদিকে বিছানায় শুয়ে থাকা অসুস্থ স্ত্রীর মল-মূত্রসহ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে গিয়ে অনেকটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ৭০ বছরের বৃদ্ধ খলিলুর রহমান।একপর্যায়ে স্ত্রীকে বাড়ির উঠোনে কিছুটা গর্ত করে মাটিচাপা দেওয়ার ভয় দেখান বলে জানান বৃদ্ধ খলিল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খলিলুর রহমান তার স্ত্রী খোরশেদা বেগমকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে আসছেন। এর আগেই ঘরের সামনে উঠানের একটি অংশে কোদাল দিয়ে সামান্য পরিমাণ গর্ত করে রেখেছেন। পরে সেই গর্তের ভেতর তাকে রেখে তার ওপর কোদাল দিয়ে মাটিচাপা দেওয়ার চেষ্টা করছেন। এতে অসুস্থ ওই বৃদ্ধা আত্মরক্ষায় চিৎকার করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খলিল-খোরশেদা দম্পতির নাতি খোকন (১৯) ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। পরে ওই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এছাড়া স্থানীয় রফিকুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক মিডিয়া বিষয়টি ভিউ ব্যবসার দাবি করেছে- বিষয়টি ঠিক না।

তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী খোরশেদা বেগম। একটা সময় অনেক সেবা ও চিকিৎসা করেও কোনো সুস্থ হননি তার স্ত্রী। বর্তমানে খলিলুর রহমান অর্থাভাবে খোরশেদা বেগমের সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না। দীর্ঘসময় যন্ত্রণা সইতে না পেরে অতিষ্ঠ হয়ে যান খলিলুর রহমান। স্ত্রীর চিকিৎসা, ওষুধ, সেবা করতে করতে অসহ্য হয়ে রাগে এমন ঘটনা ঘটিয়েছেন বলে তিনি স্বীকার করেন এবং এমন ঘটনার জন্য খলিল অনুতপ্ত বলে তিনি জানান।

প্রতিবেশী রহিমা জানান, সবার সঙ্গে হাসিখুশিভাবে চলাফেরা করেন খলিল। কারো সঙ্গে কখনই ঝামেলায় জড়ান না। তার স্ত্রীর অসুস্থতার পর থেকে মন খারাপ। দীর্ঘদিন ধরে পারিবারিক যন্ত্রণা সহ্য করায় এমনটি ঘটিয়েছেন। বিষয়টি ভিডিও করে তারই নাতি ফেসবুকে প্রকাশ করেছেন।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান জানান, বিষয়টি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা সরেজমিন পরিদর্শন করেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাকে একটি হুইলচেয়ার, দোকান করার জন্য কিছু আর্থিক সহায়তা এবং দুইজনের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ভিডিও চিত্র দেখার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠাই এবং আমরা তদন্ত করে দেখেছি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বৃদ্ধ খলিল এ ঘটনাটি ঘটিয়েছেন। ইতোমধ্যেই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.