খুলনায় শেখ হাসিনার আত্মীয়সহ ৫৫ নেতার বিরুদ্ধে মামলা


ইত্তেহাদ নিউজ,খুলনা : খুলনায় গত বছরের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন চাচাতো ভাইসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৫ নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। খুলনা মহানগর দায়রা জজ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) এ মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি। রোববার (১৭ আগস্ট) আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের আদেশ দেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, খুলনা-২ আসনের বর্তমান সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, আক্তারুজ্জামান বাবু, এস এম কামাল, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, শেখ হারুনুর রশীদ, শেখ শাহজালাল সুজন, মোজাম্মেল হক, ইকবাল বাহার চৌধুরী, সোনালি সেনসহ মোট ৫৫ জন।
মামলার এজাহারে বলা হয়, গত বছরের ৩১ জুলাই দুপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে সাত রাস্তা মোড়ে শিক্ষার্থীদের একটি মিছিল পৌঁছালে ১ থেকে ১০ নম্বর আসামির নির্দেশে তাদের ওপর হামলা হয়। শর্টগান, পিস্তল, বোমা, রামদা, হকস্টিক ও ইট-লাঠি নিয়ে হামলা চালানো হয়।
এজাহারে আরও বলা হয়, মিছিলে গুলি ও বোমা ছুঁড়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়। এতে অন্তত ১৫-২০ জন আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে সেখানেও হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। গরীব নেওয়াজ ক্লিনিকে হামলার সময় ৮ ও ৩৬ নম্বর আসামির বিরুদ্ধে আহতদের পুলিশ ভ্যানে তুলে নেওয়ার অভিযোগও রয়েছে।
বাদী সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘৩১ জুলাই আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ ও আওয়ামী লীগ আমাদের ওপর বর্বর হামলা চালায়। আমার বহু বন্ধু রক্তাক্ত হয়। এক বছর পার হলেও কেউ বিচারের আওতায় আসেনি। বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছি। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।’
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, ‘হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।