এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার


ইত্তেহাদ নিউজ,ঢাকা : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে এনসিপি যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।
চিঠিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা বহিষ্কার করা হলো।
এতে আরও বলা হয়, এই বহিষ্কার আদেশ আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
এদিকে, রাতে একটি টেলিভিশন টকশোতে উপস্থিত থাকা অবস্থায় বহিষ্কারের আদেশের তথ্য জানতে পারেন মাহিন সরকার। পরে ওই টকশোতে বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি, এইটা আমার রাজনৈতিক দল। এখানে আমি যুক্ত ছিলাম, বরাবরই আমি যুক্ত, ভবিষ্যতেও থাকার ইচ্ছা আছে। তাদের (এনসিপি নেতাদের) সাথে আমি আলোচনা করেছি, আমার যেহেতু ছাত্রত্ব আছে এবং আমি মাস্টার্সের বাংলা বিভাগের একজন শিক্ষার্থী। এখানে আসলে দলের নীতি কী? সেসব জায়গা থেকে আমি সদুত্তর পাইনি।’
মাহিন সরকার বলেন, ‘একটি মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি, এইটা তো ছাত্র-রাজনীতি হয়ে যায় তাদের জবাবে, কিন্তু কোন গ্রাউন্ডে, কোন নীতির আলোকে আমি সেখানে (ডাকসু নির্বাচন) যেতে পারব না, সেটি কিন্তু আমি আসলে জানতে পারিনি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তারা যদি আরেকটু ব্যাখ্যা করত, তাহলে ভালো হতো।’
তিনি বলেন, ‘তারা আমার কাছে জবাব চাইছিল, আমি সরাসরি তাদের কাছে জবাব দিয়েছি কিন্তু বহিষ্কারের কারণ কী, আমি এখন পর্যন্ত না। আপনার (টকশোর উপস্থাপক) কাছ থেকে আসলে জানলাম আমাকে বহিষ্কার করা হয়েছে।’
আপনাকে কি কারণ দর্শানো হয়েছিল, শৃঙ্খলা ভঙের অভিযোগ তারা করছে- এমন প্রশ্নের জবাবে মাহিন বলেন, ‘আমাকে কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আলোচনা করেছি যে এই বিষয়ে তাদের আসলে সিদ্ধান্ত কী? একটা ঘটনা শুধু ঘটলেই হয় না, সেইটার পেছনে কিন্তু দলের ইমেজ অনেকটা ক্ষুণ্ন হয়।সেই জায়গা থেকে, আমি আমার দলের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তাদের জানিয়েছিলাম।’
তিনি বলেন, ‘শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি এবং তারা আমাকে বলেছিলেন যে পদত্যাগপত্র যেন আমি তাদের কাছে জমা দিই। আমি বলেছি, পদত্যাগপত্র যে দেব সেটির আসলে মূল কারণটা কী? কারণটা আমাকে আর কি পুরোপুরি বলে নাই।’
প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়তে সোমবার মনোনয়ন ফরম কিনেছেন মাহিন সরকার।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।