ঢামেক হাসপাতালের পেছনের গেট দিয়ে বেরিয়ে গেলেন আসিফ নজরুল


ইত্তেহাদ নিউজ ডেস্ক : রাজধানীর বিজয়নগরে হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হাসপাতালে উপদেষ্টাকে লক্ষ্য করে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আসিফ নজরুল পেছনের গেট দিয়ে বেরিয়ে যান।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টা দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল আহত নুরকে দেখতে ঢামেক হাসপাতালে আসেন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগসহ চত্বরে অবস্থানরত গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এসময় তাকে হাসপাতালের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে তিনি হাসপাতালের লোকজনদের সঙ্গে প্রশাসনিক ব্লকের গেট দিয়ে বেরিয়ে যান।ঢামেক হাসপাতালে থেকে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “আইন উপদেষ্টা আহত নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে আসেন এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। এ সময় জরুরি বিভাগে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তিনি হাসপাতালের অপর একটি গেট দিয়ে বেরিয়ে যান।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।