জাতীয় পার্টির কার্যক্রমকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে


অনলাইন ডেস্ক : অ্যাটর্নি জেনারেল এডভোকেট আসাদুজ্জামান বলেছেন, জাতীয় পার্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল অপকর্মের সহযোগী। ১৯৮৪ সাল থেকে ৯০ সাল পর্যন্ত তারা স্বৈরতন্ত্র কায়েম করে দেশের মানুষকে বিষিয়ে তুলেছিল। জুলাই বিপ্লবেও তারা ছাত্র-জনতার পক্ষে ছিল না। দেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড যেহেতু নিষিদ্ধ তাই জাতীয় পার্টির কার্যক্রমকেও নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও জাপা নিষিদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে অ্যাটর্নি জেনারেল শনিবার দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল এডভোকেট আসাদুজ্জামান বলেন, নুরের ওপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা। তিনি এই হামলাকে ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করে বলেন, হাসিনা ও তার অনুগতদের ওপর মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আর রাগ রয়েছে। এসব কারণে মানুষ তাদের আক্রোশ মেটাচ্ছে। এটাকে মব বলা যাবে না।
তিনি বলেন, সরকার এসব কার্যক্রম সমর্থন করে না। যেখানেই এমন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছুটে যাচ্ছে। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, চোরাবালিতে ডুবে যাওয়া এই বাংলাদেশ এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। নতুন বাংলাদেশ বির্নিমাণে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমরা জীবন দিয়েছে। এই নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না। আমরা দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে চাই। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, পতিত সরকারের আমলে বেসরকারি স্কুল কলেজে কীভাবে নিয়োগ হয়েছে তা দেশবাসী সবাই জানে। নিয়োগের নামে কারা টাকা নিয়েছে আপনারা প্রকাশ করুন।
আমরা সব দুর্নীতিবাজদের মাটি খুঁড়ে বের করে আনার চেষ্টা করবো। অ্যাটর্নি জেনারেল এডভোকেট আসাদুজ্জামান বলেন, বৃটেনে গণতন্ত্র ফেরাতে স্বৈরশাসকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছিল বলেই আজ সেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত পরিবেশ বিরাজমান। তিনি বলেন, ১৬৪৯ সালে বৃটিশ রাজা চার্লস প্রথমকে হত্যা করে মানবতাবিরোধী অপরাধ করেছিল স্বৈরশাসক অলিভার ক্রমওয়েল। তার বিচারের জন্য ‘রেজিসাইড কোর্ট’ গঠিত হয়েছিল। তদন্তে চার্লস হত্যার অন্যতম মূল কারিগর হিসেবে অলিভার ক্রমওয়েলের নাম সামনে আসে। যদিও তিনি তখন মৃত, তবুও প্রতীকী ন্যায়বিচারের জন্য তার লাশ কবর থেকে তোলা হয়। ১৬৬১ সালের জানুয়ারিতে ক্রমওয়েল, বিচারক জন ব্র্যাডশ এবং ক্রমওয়েলের জামাতা সেনানায়ক হেনরি আয়রটনের মরদেহ খুঁড়ে বের করা হয়।
১৬৬১ সালের ৩০শে জানুয়ারি ওয়েস্টমিনস্টার হলের টাইনবার্নে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়। ফাঁসির পর মাথা কেটে আলাদা করা হয় এবং ওয়েস্টমিনস্টার হলের ওপরে প্রদর্শন করা হয়। এটা দেখে সেখানে আর কোনো ফ্যাসিস্ট বা স্বৈরশাসক জন্ম হয়নি। ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র অনার্স কলেজের অধ্যক্ষ ড. আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস, এম আমানুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এম এ মজিদ, জেলা জামায়াতের আমীর আলী আজম মোহাম্মদ আবু বকর ও গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন। সকালে অ্যাটর্নি জেনারেল এডভোকেট আসাদুজ্জামান ঝিনাইদহ শহরের টিভি রিলে স্টেশনের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন। দুপুরে তিনি ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি ও বিকালে শৈলকুপায় শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।