বাংলাদেশ বরিশাল

বাবুগঞ্জের প্রতারক মিজানুর গ্রেপ্তার,সাইবার সুরক্ষা আইনে মামলা

untitled 11 1756576527
print news

বরিশাল অফিস সুইডেন ও স্পেনের দুটি সংস্থার সহযোগিতায় বরিশালের বাবুগঞ্জে শিল্পাঞ্চল তৈরি করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সেই প্রকল্পের জমি অধিগ্রহণ ও জনবল নিয়োগসহ সব কাজ সম্পন্ন করতে এইচআর (হিউম্যান রিসোর্স) বিভাগের প্রধান হিসেবে মিজানুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ‘স্বাক্ষরিত এমন একটি প্রজ্ঞাপন’ ফেসবুকে পোস্ট করেন মিজানুর। এক পর্যায়ে সেই পোস্ট পৌঁছে যায় পাট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। এতে ফাঁস হয়ে যায় প্রতারণার ফাঁদ পাতার গল্প। এর পর গত শুক্রবার রাতে গ্রেপ্তার হন মিজানুর।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় বরিশালের সুরভী লঞ্চ কোম্পানির ম্যানেজার পদে চাকরি করতেন মিজানুর রহমান। সেখানে সাংবাদিক পেটানোসহ নানা অভিযোগে চাকরিচ্যুত হন তিনি। এর পর গ্রামের বাড়ি মাধবপাশায় এসে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের সঙ্গে সখ্য গড়ে হয়ে যান স্বঘোষিত যুবলীগ নেতা। দলীয় কোনো পদ-পদবি ছিল না। ৫ আগস্টের পর বিএনপির স্থানীয় কিছু নেতার শেল্টার নিয়ে তিনি রাতারাতি হয়ে যান বিএনপি নেতা।

এ পরিচয়ে স্থানীয় মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি (অ্যাডহক) নির্বাচনে সভাপতি প্রার্থী হন মিজানুর রহমান। তবে তাতে ব্যর্থ হন। এ জন্য বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেনকে দায়ী করে তাঁর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ডোনেশন দাবির অভিযোগ তুলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দরখাস্ত করেন মিজানুর। মন্ত্রণালণের তদন্তে সেই অভিযোগের সত্যতা মেলেনি।
কয়েক দিন আগে মিজানুর রহমান নিজের ফেসবুক ওয়ালে একটি সরকারি ‘প্রজ্ঞাপন’ পোস্ট করেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ সম্প্রসারণ এবং শিল্পায়ন কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে আন্তর্জাতিকভাবে খ্যাতনামা সুইডেনের এইচ অ্যান্ড এম করপোরেশন এবং স্পেনের ইন্ডিটেক্স গ্রুপের জারা ২০২৬ সালের এপ্রিলে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় তাদের আঞ্চলিক শাখা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে। ওই প্রকল্প বাস্তবায়নের জন্য স্থান নির্বাচন, জমি অধিগ্রহণ, জনবল নিয়োগ ও মানবসম্পদ ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হেড অব হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট হিসেবে মিজানুর রহমানকে নিয়োগ প্রদান করা হলো।

কথিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘প্রকল্প বাস্তবায়িত হলে মাধবপাশা শিল্পাঞ্চলে রূপান্তরিত হবে। স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সুযোগ সৃষ্টি হবে। বরিশাল অঞ্চলের পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গত ২৮ আগস্ট পাট অধিদপ্তরের মহাপরিচালক ফোন করে আমাকে ঘটনাটি জানিয়ে পোস্টদাতাকে শনাক্ত করতে বলেন। আমি মাধবপাশা বাজারে গিয়ে লোকজনকে জিজ্ঞাসা করে প্রতারকের পরিচয় নিশ্চিত করি। পরে এয়ারপোর্ট থানায় মামলা করি।
এয়ারপোর্ট থানার ওসি আল মামুন-উল-ইসলাম বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ৫টি ধারায় অপরাধ সংঘটনের দায়ে মিজানুর রহমানের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় মামলা হয়। রাতেই আসামিকে মাধবপাশা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ ব্যাপারে অভিযুক্ত মিজানুর রহমানের সঙ্গে থানা হাজতে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.