ইত্তেহাদ নিউজ,অনলাইন : অবরুদ্ধ গাজা সিটির ১২ লাখ ফিলিস্তিনিকে তাৎক্ষণিকভাবে শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক ঘোষণায় ইসরাইলি সেনারা নিরীহ ফিলিস্তিনিদের দক্ষিণে আল-মাওয়াসি ও কেন্দ্রীয় রিফিউজি ক্যাম্পের দিকে সরতে বলেছেন। কারণ শহরে বিমান হামলা এবং স্থল অভিযান ক্রমবর্ধমান হচ্ছে।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই অদরায়ি এক বিবৃতিতে জানিয়েছেন, আড়াই লাখের বেশি মানুষ ইতোমধ্যে শহর ছেড়ে পালিয়েছে এবং বাকিদেরও দ্রুত অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।তিনি দাবি করেছেন, ইসরাইল হামাসকে পরাস্ত করার লক্ষ্যে তাদের অভিযান সম্প্রসারণ করছে এবং যারা স্থানান্তরিত হবে তাদের ভালো মানবিক সহায়তা দেওয়া হবে।
তবে ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এই অভিযান মূলত গাজা সিটিকে খালি করার উদ্দেশ্যে। ফিলিস্তিনি সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এখনো ১২ লাখের বেশি মানুষ শহরে অবস্থান করছে।
তারা অভিযোগ করেছেন, ইসরাইল আল-মাওয়াসি ও রাফাহ অঞ্চলে ১.৭ মিলিয়ন ফিলিস্তিনিকে জোরপূর্বক স্থানান্তর করার চেষ্টা করছে, যেখানে হাসপাতালে, অবকাঠামো ও মৌলিক সেবার অভাব রয়েছে।এই বিমান হামলা এবং স্থল অভিযান ‘গিডিয়নের চ্যারিয়টস ২’ নামের সামরিক অভিযানের অংশ, যা ৩ সেপ্টেম্বর শুরু করা হয়। অভিযানটির লক্ষ্য গাজা সিটিকে পুরোপুরি দখল করা। এই পরিকল্পনা ইসরাইলের ভেতরেও সমালোচনার মুখে পড়েছে, কারণ সেনারা এবং বন্দি রাখা ব্যক্তিদের জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।
ইসরাইলের সাম্প্রতিক এই স্থানান্তর নির্দেশের মধ্যেই গাজা শহর তীব্র বোমা হামলার মুখে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৬৪,৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামরিক অভিযানে নগরের অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে, এবং এক ধরনের ক্ষুধার্ত অবস্থা তৈরি হয়েছে, যা কমপক্ষে ৪১৩ জনের প্রাণহানি ঘটিয়েছে, যাদের মধ্যে ১৪৩ জন শিশু।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত