ইত্তেহাদ নিউজ,অনলাইন : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রংপুরে এক পুলিশ কর্মকর্তা এবং এক শিক্ষকের বাড়ি, মার্কেট ও জমি ক্রোক করে সাইনবোর্ড ঝুলিয়েছে দুদক।
বুধবার বিকালে রংপুর বিশেষ জজ আদালতের নির্দেশে দুদকের একটি টিম এই অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা। আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বেলাল হোসেনসহ কার্যালয়ের অন্য কর্মকর্তারা।
দুদক সূত্র জানায়, দিনাজপুরের পার্বতীপুর থানার এসআই দুলাল হোসেন রংপুর নগরীর নিউ জুম্মাপাড়ায় একটি বিলাসবহুল তিনতলা বাড়ি নির্মাণ করেন। তিনি ওই বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন এবং কিছু অংশ ভাড়া দিয়ে মাসিক আয় করছেন। দুদকের তদন্তে ওই পুলিশ কর্মকর্তার প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা মিলেছে। এ অবস্থায় আদালতের নির্দেশে তার বাড়িটি ক্রোক করে দুদক। একই এলাকায় আবু হেনা আশিকুর রহমান নামে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ইনস্ট্রাকটরের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের তথ্যমতে, তিনি প্রায় ৫ কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। তার মালিকানাধীন এক একরেরও বেশি জমিতে বহুতল বাড়ি, আধুনিক মার্কেট এবং অন্যান্য স্থাপনা নির্মিত হয়েছে। এসব সম্পদের কোনো বৈধ উৎস দেখাতে না পারায় আদালতের নির্দেশে সেগুলোও ক্রোক করা হয়।
রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক বদরুল আলম ভূঁইয়া উভয় অভিযুক্তের সম্পদ ক্রোকের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত