ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিককে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিটন মল্লিক ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বিনা অনুমতিতে খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ-বিভাগ থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে তিনি চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণের অভিযোগে অভিযুক্ত হন। এছাড়া একটি চেক ডিজঅনার মামলায় খুলনার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত থেকে ২০২৫ সালের ৪ মার্চ তারিখে তার বিরুদ্ধে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ওই আদেশের পর সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী তাকে ‘অসদাচরণ’-এর অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তীতে একই বিধিমালার বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড প্রদান করা হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত