সরকার পতনের পূর্বেই ড. মুহাম্মদ ইউনূসকে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের প্রস্তাব:আদালতে নাহিদ ইসলাম


ইত্তেহাদ নিউজ,অনলাইন : গত বছরের ৪ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পূর্বেই ড. মুহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জবানবন্দিতে এসব কথা বলেন তিনি।জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নাহিদ ইসলাম।
শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে এ মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হয়ে জবানবন্দি দিয়েছেন। আজকে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
তিনি বলেন, গতবছরের ৪ আগস্ট সারাদেশে ব্যাপক হত্যাযজ্ঞের পর সেদিনই আমরা ৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করি।
এরপর সরকার কারফিউ জারি করেন। আমরা জানতে পারি ৬ আগস্ট ‘ মার্চ টু ঢাকা’ কর্মসূচি ব্যর্থ করতে সরকার মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করতে যাচ্ছেন।
তিনি আরও বলেন, তখন আমাদেরকে গুম ও হত্যার পরিকল্পনার কথাও জানতে পারি। এরপর আমরা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট নির্ধারণ করি। ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি সফল করতে সমন্বয়কদের পক্ষ থেকে মাহফুজ আলম ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে লিয়াজোঁ করছিলেন।
পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ৪ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করি। তাঁকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়।
গতকাল আংশিক জবানবন্দি দেওয়ার পর আজ দ্বিতীয় দিন জবানবন্দি দেন নাহিদ ইসলাম।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।