ইত্তেহাদ এক্সক্লুসিভ

ইসরায়েলের ইলাত শহরের হোটেলে ড্রোন হামলা,গাজা সিটিতে ইসরায়েলের লাগাতার বিমান ও ড্রোন হামলা

cb932241279e1b84306ff5fbfbb64b92 68cc379a25d6d
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : দখলদার ইসরায়েলের ইলাত শহরের একটি হোটেলের সামনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ড্রোনটি হোটেলের প্রবেশদ্বারে এসে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা।

টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে জানা গেছে, এই হামলার পেছনে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইলাত শহরটি ইসরায়েলের সর্বদক্ষিণে অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

এদিকে, ফিলিস্তিনের গাজা সিটিতে দখলদার ইসরায়েলের লাগাতার বিমান ও ড্রোন হামলায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ঘনবসতিপূর্ণ এই শহরে বিস্ফোরক বোঝাই রোবট দিয়ে ভবন ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী। এতে হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।

মধ্য গাজা থেকে আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, মানুষ এখন যেকোনো উপায়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করছে। তিনি জানান, আহত এক ব্যক্তিকে একটি ঠেলাগাড়িতে করে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সেখানে চিকিৎসা দেওয়ার আর সুযোগ নেই।

গাজা থেকে আসা এক ব্যক্তি তাকে বলেন, “সারাক্ষণ আকাশ থেকে বোমা বর্ষণ করা হচ্ছে। ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোলে বিস্ফোরক চালিয়ে বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.