এক হয়ে লড়তে সৌদি আরবকে হিজবুল্লাহ’র প্রস্তাব


ইত্তেহাদ নিউজ,অনলাইন : মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সৌদি আরবের প্রতি অতীতের বিরোধ ভুলে সামনে এগোনোর আহ্বান জানিয়েছে। শুক্রবার সৌদি আরবকে অতীতের বিরোধ ভুলে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট তৈরি করার আহ্বান জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাইম কাসেম। একইসঙ্গে রিয়াদের সাথে সম্পর্ক ভালো করার প্রস্তাবও দেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৬ সালে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো শিয়া হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। সাম্প্রতিক মাসগুলোতে রিয়াদ, ওয়াশিংটন এবং লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর প্রতিদ্বন্দ্বীদের সাথে যোগ দিয়ে লেবাননের সরকারকে চাপ দিচ্ছে এই গোষ্ঠীটিকে নিরস্ত্র করার জন্য।
শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কাসেম বলেন, আঞ্চলিক শক্তিগুলোর উচিত হিজবুল্লাহ নয়, বরং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জন্য প্রধান হুমকি হিসেবে দেখা। এ সময় রিয়াদের সাথে সম্পর্ক সংস্কারের প্রস্তাব দেন তিনি।
কাসেম আরও বলেন, আমরা আপনাকে আশ্বস্ত করছি যে, হিজবুল্লাহ অস্ত্রগুলো লেবানন, সৌদি আরব বা বিশ্বের অন্য কোনো স্থান বা সত্তার দিকে নয়, বরং ইসরায়েলি শত্রুর দিকে তাক করা হয়েছে।
তিনি বলেন, আমরা যাতে ইসরায়েলের মুখোমুখি হতে পারি এবং তাকে দমন করতে পারি। হিজবুল্লাহর উপর চাপ প্রয়োগ করলে তা ইসরায়েলের জন্য লাভজনক হবে। সূত্র : রয়টার্স।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।