ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “জাতির কাছ থেকে জোর জবরদস্তি করে কিছু আদায় করার চেষ্টা দূরভীসন্ধিমূলক।তিনি বলেন, “জামায়াতে ইসলামীসহ কিছু ইসলামি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দেশকে অস্থিতিশীল করার জন্যই মাঠে নেমেছে। এদের আচরণ, কথাবার্তা সন্দেহজনক। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ-মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক সংলাাপে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো এজেন্ডা ছিল না। সেখানে উল্লেখ ছিল নিম্নকক্ষে পূর্বের ন্যায় আসনভিত্তিক নির্বাচন হবে। আর উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠন হবে।”
তিনি বলেন, “এই প্রস্তাব মেনেই কমিশনের সঙ্গে জামায়াত আলোচনায় বসেছে। তাহলে এখন কেন টোটাল নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে তারা। আসলে তারা চায় ফ্যাসিবাদ পুনর্বাসিত হোক। যেটা জাতির জন্য দুঃখজনক।সালাহউদ্দিন বলেন, “এখনো আলোচনা চলছে। তাহলে কেন রাজপথে বিশৃঙ্খলা। আমরা চাই আলোচনার টেবিলেই সব সমস্যার সমাধান হোক।
তিনি বলেন, “যে আকাঙ্ক্ষা নিয়ে গত ১৬ বছর বিএনপি আন্দোলন করেছে রক্ত ঝরিয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে সে স্বপ্ন কোনোভাবেই বৃথা হতে দেয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
সালাহউদ্দিন আহমেদ আরো বলেন, “জামায়াত প্রশ্ন করছে বর্তমান সরকার সাংবিধানিক কি না। এটা ভীষণ অবাক করার মতো। কারণ তারাও জানে সুপ্রিম কোর্টের অবজারভেশনের ভিত্তিতেই রাষ্ট্রপতি এই তত্ত্বাবধায়ক সরকার গঠনের অনুমতি দিয়েছিল। এখন জামায়াতের এই প্রশ্ন নিঃসন্দেহে
স্ববিরোধিতা। জনগণ জানতে চাচ্ছে, আসলে জামায়াতের উদ্দেশ্য কী?”
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত