ইত্তেহাদ নিউজ,পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকে ওষুধ বিতরণের সময় রোগীকে মারধরের অভিযোগ উঠেছে এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই সিএইচপি (কমিউনিটি হেলথ প্রোভাইডার) তরিকুল ইসলাম রাসেল পাল্টা দাবি করেন, রোগীরাই বাঁশ দিয়ে তাকে আঘাত করেছেন।
(১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ‘৯৯৯’-এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, রাসেল প্রায়ই মাদক সেবন করে নারীদের সঙ্গে কুরুচিপূর্ণ মন্তব্য ও দুর্ব্যবহার করেন। স্থানীয় যুবক জলিল বলেন, “মহিলা রোগীরা একা রাসেলের কাছে ওষুধ নিতে ভয় পান। সম্প্রতি তিনি এক মহিলাকে শারীরিকভাবে হয়রানি করেছেন।তবে অভিযুক্ত রাসেল সাংবাদিকদের বলেন, “আমি ঈসা নবী। আমার ওস্তাদ ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের প্রিন্সিপাল নুরুল আমিন তালুকদার।” তিনি আরও জানান, নারী নির্যাতন মামলায় তিন মাস জেল খেটেছেন এবং নেশা থেকে মুক্তির জন্য নয় মাস রিহ্যাবে ছিলেন।
তবে চায়ের কাপ ভাঙা বা ক্লিনিকের মালামাল বিক্রির অভিযোগ তিনি অস্বীকার করেন।উপজেলা স্বাস্থ্য পরিদর্শক এস এম শহিদুল ইসলাম মিঠু বলেন, ‘রাসেল মানসিকভাবে অসুস্থ। স্থানীয়রা তার দ্রুত প্রত্যাহারের দাবি তুলেছেন। আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত