হেফাজতের আমিরের সঙ্গে এনসিপি আহ্বায়কের বৈঠক


ইত্তেহাদ নিউজ,অনলাইন : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার রাতে ঢাকার বসুন্ধরা এলাকায় ইসলামিক রিসার্চ সেন্টারে তাদের মধ্যে বৈঠক হয়।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক কেফায়েত উল্লাহ আজহারী বলেন, “গতকাল রাতে বসুন্ধরার ইসলামিক রিসার্চ সেন্টারে এনসিপির আহ্বায়ক এসেছিলেন। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, মহাসচিব ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।”কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে জানতে চাইলে কেফায়েত উল্লাহ বলেন, “আমি বৈঠকে উপস্থিত ছিলাম না। এ বিষয়ে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলতে পারবেন।”
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া একটি ছবিতে দেখা যায়, হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীর পাশে বসে আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার ঢাকায় এনসিপি কার্যালয়ে এক অনুষ্ঠানে হেফাজতে ইসলামের সঙ্গে সম্প্রতি দলটি বৈঠক করেছে কি না, জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, “আমরা বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছি।জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন উপলক্ষে কয়েক দিনের জন্য ঢাকায় গেছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী।
বৃহস্পতিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
সেখানে হেফাজতের আমির বলেন, “যাদের বিষয়ে আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে সতর্ক করে গেছেন এবং অসংখ্য বইপুস্তকে যাদের ভ্রান্ত মতাদর্শ তুলে ধরেছেন, আল্লাহর ওয়াস্তে তাদের সাথে আপনারা কোনো অবস্থাতেই জোট করবেন না।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।