কুমিল্লা জনস্বাস্থ্যের শত কোটি টাকা লোপাট !


ইত্তেহাদ নিউজ,অনলাইন : কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের কথিত উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেনের বিরুদ্ধে গত চার বছরে শতকোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। একাধিক ঠিকাদার, কর্মকর্তা ও কর্মচারীর তথ্য অনুযায়ী টেন্ডার বাণিজ্য, অযোগ্য ঠিকাদার দিয়ে কাজ, প্রকল্পের অর্থ আত্মসাৎ ও বদলি বাণিজ্যের মাধ্যমে এই অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে কুমিল্লা কার্যালয়ে অভিযান চালিয়েছে।
২০২২ সালের ২৬ জুন পল্লী এলাকায় পানি সরবরাহ প্রকল্পের (দরপত্র আইডি ৭০৮৬৪২) কাজের আদেশ দেওয়া হয়। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ছয় মাসে, কিন্তু মাত্র চার দিনের মধ্যে (৩০ জুন) ‘কাজ সম্পন্ন’ দেখিয়ে আড়াই কোটি টাকার চূড়ান্ত বিল উত্তোলনের অভিযোগ রয়েছে। ওই প্রকল্পে ১০০টি গভীর নলকূপ ও সমান সংখ্যক আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপনের কথা ছিল।
একই প্রকল্পের চারটি প্যাকেজে (আইডি ৭০৮৬৩৭, ৭০৮৬৩৮, ৭০৮৬৩৯, ৭০৮৬৪১) দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম, অস্বাভাবিকভাবে কম অভিজ্ঞতা শর্ত এবং প্রাক্কলিত মূল্য কমিয়ে পছন্দের ঠিকাদারকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদাররা জানান, কার্যাদেশ পেতে নাসরুল্লাহ ও কামাল হোসেন মন্ত্রীর নাম ভাঙিয়ে ১০ শতাংশ পর্যন্ত ঘুষ নিতেন।
অভিযোগ রয়েছে, নাসরুল্লাহ ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় একাধিক ফ্ল্যাট, প্লট ও বিলাসবহুল বাড়ির মালিক হয়েছেন। চট্টগ্রামের খুলশীতে পাঁচতলা ভবন, কুমিল্লার লালমাই পাহাড়ে প্রায় ৫০ একর জমি এবং ঢাকার পূর্বাচলে ১০ কোটি টাকায় প্লট কেনার তথ্য স্থানীয় সূত্র জানিয়েছে। তার স্ত্রী সুরাইয়া সানজিদা চৌধুরী চট্টগ্রাম বিএসটিআইয়ের সহকারী পরিচালক এবং পরিবারের বিভিন্ন সদস্যের নামে বিপুল অঙ্কের লেনদেনের অভিযোগও রয়েছে।
নির্বাহী প্রকৌশলী নাসরুল্লাহর বিরুদ্ধে কর্মকর্তাদের বদলি ও পদোন্নতিতে অবৈধ লেনদেনের অভিযোগও এসেছে। অভিযোগ রয়েছে, তিনি দুদকের গোপন প্রতিবেদনে উল্লেখিত একাধিক হোটেল ও রিসোর্টে ব্যক্তিগত বৈঠক করে এসব ‘লেনদেন’ করতেন।
যোগাযোগ করলে নাসরুল্লাহ সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমার আত্মীয়দের একাউন্ট থাকতেই পারে, তাতে লেনদেনও হতে পারে, কিন্তু এসব অভিযোগ ভিত্তিহীন।” মন্ত্রীর নাম ভাঙিয়ে বদলি করানোর অভিযোগও তিনি নাকচ করেন।
দুদক কুমিল্লা অফিস জানায়, তারা ইতিমধ্যে একটি অভিযান পরিচালনা করে গোপন প্রতিবেদন দাখিল করেছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।