ইত্তেহাদ নিউজ,অনলাইন : সরকারি চাকরি মানেই নিরাপত্তা, নিয়মশৃঙ্খলা আর জনগণের সেবক হওয়ার দায়িত্ব। কিন্তু পুলিশের কনস্টেবল হয়েও কোটিপতির জীবনযাপন আর একের পর এক গুলিবর্ষণ মামলায় নাম উঠে আসা—এমন বৈপরীত্য নিয়েই আলোচনায় ডিএমপির মতিঝিল বিভাগে কনস্টেবল আব্দুর রশিদ রানা মণ্ডল।
আব্দুর রশিদ রানা মণ্ডলের গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। সাধারণ পরিবারের সন্তান হয়েও রাজধানীতে পুলিশের কনস্টেবল পদে যোগ দেন তিনি। প্রথমে কর্মরত ছিলেন ডিএমপির যাত্রাবাড়ী থানায়। কিন্তু সময়ের সাথে তার নাম জড়িয়ে পড়ে নানা বিতর্কে।
স্থানীয়রা বলছেন, কনস্টেবল হলেও তিনি দ্রুত সম্পদের মালিক হয়ে ওঠেন। ফ্ল্যাট, প্লট, ব্যবসা—সবকিছুতে তার নাম শোনা যায়। অথচ তার অফিসিয়াল বেতন-ভাতা দিয়ে এসব সম্পদ অর্জন কোনোভাবেই সম্ভব নয়।
যাত্রাবাড়ীতে কর্মরত থাকা অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যায় ভয়াবহ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজলা ফুলের বক্স এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে তিনি নির্বিচারে গুলি চালান। এতে বহু ছাত্র-জনতা আহত হন, আতঙ্কে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এই ঘটনায় দায়ের হওয়া মামলায় একাধিকবার তার নাম উঠে আসে:
মামলা নং ৩৪ – আসামি নং ১৬৮: আব্দুর রশিদ মণ্ডল
মামলা নং ২৫ – আসামি নং ৪৪৪: আব্দুর রশিদ মণ্ডল
অর্থাৎ, রাষ্ট্রীয় ক্ষমতা ও অস্ত্র ব্যবহার করে সাধারণ জনগণের বিরুদ্ধে গুলি চালানো মামলায় তিনি সরাসরি অভিযুক্ত।
সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক দলীয়করণ হয়। এর সুযোগে আব্দুর রশিদ রানা প্রকাশ্যে ক্ষমতাসীন দলের হয়ে কাজ করেন, এমনকি সরকারি চাকরিতে থেকে প্রকাশ্যে নৌকায় ভোট দেওয়ার প্রচারণা চালাতেও দ্বিধা করেননি।
এর ফলেই—গুলিবর্ষণ মামলার আসামি হয়েও তিনি পদে বহাল থেকেছেন।
বর্তমানে তিনি কর্মরত আছেন ডিএমপির মতিঝিল বিভাগে। স্থানীয়দের অভিযোগ, আগের মতোই তিনি দাপটের সঙ্গে দায়িত্ব পালন করছেন। থানার ভেতরে ও বাইরে তার বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম উঠলেই প্রশ্ন জাগে—একজন নামীয় আসামি কীভাবে পুলিশে চাকরি চালিয়ে যেতে পারেন?
আব্দুর রশিদ রানা মণ্ডল কেবল একটি নাম নয়; তিনি প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা সেই দুর্নীতি, দলীয়করণ ও দায়মুক্তির সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত