জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জহিরুলের কোটি টাকার প্রাসাদ


ইত্তেহাদ নিউজ,অনলাইন : নেত্রকোণার আটপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম পাহাড়সমান সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের চাট্টা–ছাত্তা গ্রামের নিভৃত পল্লীতে তিনি প্রায় দেড় কোটি টাকার মূল্যের আলিশান ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন।
২০১৯ সালে আটপাড়া কার্যালয়ে যোগ দিয়ে স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ পরিচয়ে প্রভাব খাটিয়ে তিনি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে অতিরিক্ত ইস্টিমেটরের দায়িত্ব নেন। এরপর জেলার বিভিন্ন প্রকল্পে অবৈধ প্রভাব ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের একপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাসাদতুল্য সেই বাড়ি। স্থানীয়দের মতে, বাড়িটি নির্মাণে ব্যয় হয়েছে দেড় কোটি টাকারও বেশি। প্রতিবেশী ইসলাম উদ্দিন জানান, জহিরুলের বাবা মারা গেছেন অনেক আগে। স্ত্রী, মা ও দুই বোনকে নিয়ে তিনি নেত্রকোণা শহরের অভিজাত এলাকায় থাকেন এবং গ্রামে কদাচিৎ এক রাতের বেশি অবস্থান করেন। এছাড়া কেন্দুয়া শহরে ৬ শতাংশ এবং নেত্রকোণা শহরের কাটলী এলাকায় ৩ শতাংশ জমি কিনেছেন বলেও জানান স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, এক সময় তেমন কিছু না থাকা জহিরুল চাকরিতে যোগ দেওয়ার পর যেন ‘আলাদিনের চেরাগ’ হাতে পেয়েছেন। নরসিংদীর একটি গার্মেন্টস শিল্পেও নাকি তার অংশীদারিত্ব রয়েছে।
অভিযোগ আছে, গভীর নলকূপের কাজ পাইয়ে দেওয়ার প্রলোভনে ঠিকাদার সৈয়দ মিজানুর রহমানের কাছ থেকে তিনি ৭ লাখ ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। এ বিষয়ে জহিরুল ইসলাম বলেন, “আমি এখনো কোনো মামলার কাগজপত্র পাইনি।” বাড়ি নির্মাণে ব্যয়ের প্রশ্নে তিনি সাক্ষাতে কথা বলার কথা জানিয়ে ফোনের সংযোগ কেটে দেন।
নেত্রকোণা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান বলেন, “জহিরুলের অবৈধ সম্পদের বিষয়ে আমার জানা নেই। তবে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান প্রকৌশলীর কাছে লিখিতভাবে দেওয়া হয়েছে।”
ময়মনসিংহ বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল আউয়াল জানান, “অভিযোগের বিষয়টি আমরা জেনেছি। উর্দ্ধতন কর্তৃপক্ষ অবগত আছে এবং অফিসিয়ালি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।