ইত্তেহাদ নিউজ,অনলাইন : ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় সড়ক বিভাগের জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে অর্ধশতাধিক দোকানপাট। সম্প্রতি মহাসড়কের জায়গা দখল করে একটি টিনের ঘর নির্মাণের ঘটনায় স্থানীয় এক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় মহাসড়কের দুই পাশে স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে সড়ক বিভাগের জমি দখল করে দোকানপাট ও স্থাপনা গড়ে তুলেছেন। এর ফলে ওই এলাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এমনকি ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে নিয়মিত।
সরেজমিন দেখা গেছে, মহাসড়কের দুই পাশে সারিবদ্ধ দোকান থাকার কারণে প্রতিদিনই যানজট লেগে থাকে। এতে যাত্রী ও এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় জব্বার মাতুব্বর জানান, সম্প্রতি মজিবর মাতুব্বর জোরপূর্বক সড়ক বিভাগের জমিতে নতুন ঘর উত্তোলন করেছেন। এতে করে প্রতিবেশী চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হোসেন জানান, 'অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য আমাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।'
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাবা বলেন, 'খুব শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত