১ সপ্তাহে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ১ কোটি ৩৫ লাখের বেশি মুসল্লি


ইত্তেহাদ নিউজ,অনলাইন : রবিউস সানি মাসের ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত মাত্র এক সপ্তাহে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে আগত মুসল্লি ও দর্শনার্থীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২৫৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি।
কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ওই সপ্তাহে শুধু মসজিদুল হারামেই নামাজ আদায় করেছেন ৪৬ লাখ ৮১ হাজারের বেশি মুসল্লি। তাদের মধ্যে ২৩ হাজার ৯৯৪ জন মাতাফের ভেতরে নামাজ পড়ার সুযোগ পেয়েছেন। একই সময়ে ওমরাহ পালন করেছেন ২৭ লাখ ৯৬ হাজার ৫৬১ জন।
মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ৫১ লাখ ৬৮ হাজার ৭৬৪ জন মুসল্লি। তাদের মধ্যে ৩ লাখ ৪০ হাজার ৯৫৮ জন নবীজির (সা.) রওজায় নামাজ আদায় করেছেন।
এছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার দুই সাহাবি আবু বকর (রা.) ও ওমর (রা.)-এর রওজায় সালাম জানিয়েছেন আরও ৫ লাখ ২৩ হাজার ৯৭৯ জন।
কর্তৃপক্ষ জানায়, দুই পবিত্র মসজিদের প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে আধুনিক সেন্সরভিত্তিক প্রযুক্তি রিয়েল-টাইমে আগত মুসল্লি ও ওমরাহযাত্রীদের সংখ্যা নিরীক্ষণ করে।
এই প্রযুক্তির মাধ্যমে জনসমাগমের প্রবাহ নিয়ন্ত্রণ, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করা হচ্ছে, যেন মুসল্লি ও হাজিদের জন্য আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করা যায়।
পবিত্র নগরী দুটির এই পরিসংখ্যান আবারও প্রমাণ করছে, দুই মসজিদকে ঘিরে মুসলিম উম্মাহর হৃদয়ে আগ্রহ, আনুগত্য ও আধ্যাত্মিক টান এখনো অটুট।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।