সেন্টমার্টিনে যেতে পারবে ১ নভেম্বর থেকে পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা


ইত্তেহাদ নিউজ,অনলাইন : দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে আবারও সেন্ট মার্টিনে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, “পহেলা নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে পারবেন। তবে সেখানে তারা রাত্রিযাপন করতে পারবেন কি না, তা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।”
উল্লেখ্য, পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দ্বীপটির জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থে সেন্ট মার্টিনে পর্যটকদের প্রবেশ ৯ মাসের জন্য বন্ধ করা হয়। এ সময় দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল, যার ফলে এলাকাটিতে পর্যটন খাত স্থবির হয়ে পড়ে। জেটিঘাটে নেমে আসে সুনসান নীরবতা, জাহাজের সঙ্গে যুক্ত কর্মচারীরাও হয়ে পড়েন বেকার।
সরকার জানিয়েছে, সেন্ট মার্টিনকে পর্যটননির্ভর নয়, বরং স্থানীয় জনগণ কেন্দ্রিক পরিবেশবান্ধব একটি অঞ্চলে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দ্বীপটির জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্থানীয়দের জীবিকাও টেকসইভাবে রক্ষা করা যাবে বলে আশা করা হচ্ছে।
পরিবেশ উপদেষ্টা আরও জানান, সেন্ট মার্টিনে পর্যটন চালু হলেও তা হবে নিয়ন্ত্রিত এবং দায়িত্বশীল। অপ্রয়োজনে প্রাকৃতিক সম্পদের ক্ষতি না করে পর্যটকদের সচেতনভাবে দ্বীপ ভ্রমণে উৎসাহিত করা হবে।
সরকারি সূত্র মতে, পর্যটকদের জন্য সুনির্দিষ্ট গাইডলাইন ও নিয়ম-কানুন প্রণয়নের কাজ চলছে, যা দ্বীপে পর্যটনের প্রভাব নিয়ন্ত্রণে সহায়ক হবে।
সেন্ট মার্টিনের বাসিন্দারা মনে করছেন, পর্যটন চালুর এই সিদ্ধান্ত দ্বীপের অর্থনীতিকে আবারও সচল করবে, তবে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।