ওএসডি সিনিয়র সচিবসহ ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর


ইত্তেহাদ নিউজ,অনলাইন : সিনিয়র সচিবসহ প্রশাসনের নয় সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।সোমবার (২০ অক্টোবর) রাত আটটার পর নয়টি পৃথক প্রজ্ঞাপনে বাধ্যতামূলক এই অবসরে পাঠানোর বিষয়টি জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই নয় সিনিয়র সচিব ও সচিবরা হচ্ছেন- মো. মনজুর হোসেন, সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান, মোঃ সামসুল আরেফিন , মোঃ মিজানুর রহমান, মোঃ আজিজুর রহমান, মোঃ নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এম মতিউর রহমান ও শফিউল আজিম। এরা প্রত্যেকই জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অবস্থায় ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোকে বলা হয়, এসব সচিবদের চাকরিকাল ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাঁদেরকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। উল্লেখিত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসর সুবিধাদি প্রাপ্য হবেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।