ইত্তেহাদ নিউজ,অনলাইন : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরিশাল জেলা নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলামের থাইল্যান্ড সফর নিয়ে নানা আলোচনা চলছে। অভিযোগ উঠেছে, তিনি তার বন্ধু ও নরসিংদী জেলার নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশার স্ত্রীর সঙ্গে ‘পরকীয়ার’ সম্পর্কে জড়িয়েছেন এবং সে কারণেই ঘন ঘন থাইল্যান্ড যাতায়াত করছেন।
জানা গেছে, মো. আতিকুল ইসলাম আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর ঘনিষ্ঠ সহচর হিসেবে বরিশালে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। এই সুবাদে তিনি অল্প সময়েই বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই প্রকৌশলী তার স্ত্রী ও সন্তানকে আমেরিকায় পাঠিয়েছেন।
অন্যদিকে, তার বন্ধু প্রকৌশলী ফুলকাম বাদশার পরিবার দীর্ঘ সময় ধরে থাইল্যান্ডে বসবাস করছে। অভিযোগ অনুযায়ী, মো. আতিকুল ইসলাম থাইল্যান্ডে ফুলকাম বাদশার বাসায় যাতায়াতের সূত্রে তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হন। এই ঘনিষ্ঠতা থেকেই ফুলকাম বাদশার স্ত্রীর সঙ্গে তার ‘পরকীয়া’ সম্পর্ক গড়ে উঠেছে বলে গুঞ্জন।
বর্তমানে মো. আতিকুল ইসলাম থাইল্যান্ডে অবস্থান করছেন। অভিযোগকারীরা বলছেন, তিনি বিভিন্ন অজুহাতে প্রায়ই থাইল্যান্ডে যান তার বন্ধুর স্ত্রীর সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য। এই ঘটনা এলজিইডিতে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত