ইত্তেহাদ নিউজ,অনলাইন : ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কামরুল হাসানের নিয়োগ প্রস্তাব নামঞ্জুর করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কর্তৃপক্ষের পরিচালক (লাইফ) ও উপসচিব রকিবুর রহমান খান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাক্ষরিত ওই চিঠিটি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যানের কাছে প্রেরণ করা হয়।
আইডিআরএ জানায়, বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা, ২০১২ (সংশোধিত ২০২৩) অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণ না করায় প্রস্তাবটি নামঞ্জুর করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, কামরুল হাসান বিদেশের দুই বিশ্ববিদ্যালয়—University of North Texas ও University of Leicester থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও এর কোনো সমতাকরণ সনদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে দাখিল করা হয়নি। পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রির মূল সনদের সত্যায়িত ছায়ালিপিও জমা দেননি।
এ ছাড়া তিনি তার জীবনবৃত্তান্তে বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করার দাবি করলেও কর্ম-অভিজ্ঞতার কোনো প্রমাণপত্র দাখিল করেননি। তিনি তিনটি প্রতিষ্ঠান—প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্সে সিইও হিসেবে দায়িত্ব পালনের কথা উল্লেখ করলেও সংশ্লিষ্ট প্রমাণপত্র প্রদান করেননি।
প্রবিধান অনুযায়ী, মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক হলেও কামরুল হাসানের ক্ষেত্রে সেই অভিজ্ঞতার প্রমাণও পাওয়া যায়নি।এ ছাড়া প্রস্তাবিত প্রার্থী ঋণখেলাপি নন—এ মর্মে পর্ষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র এবং এনআরসি কমিটির সভার কার্যবিবরণীর অনুলিপিও জমা দেওয়া হয়নি।
সবশেষে এসব ঘাটতির কারণে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) কামরুল হাসানের নিয়োগ প্রস্তাব নামঞ্জুর করেছে আইডিআরএ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত