বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
 
                                
বরিশাল অফিস : বরিশালের জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরচুন সু কোম্পানির মালিক মিজানুর রহমান ওরফে ফরচুন মিজানের ভাই রবিউলকে কোটি টাকার মূল্যের মালামালসহ আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।গতকাল রাতে চট্রগ্রাম থেকে একটি প্রতারণা মামলা আটক করেছে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশ চট্রগ্রাম থেকে অভিযান চালিয়ে রবিউলকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের বিপুল পরিমাণ জুতা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত জুতাগুলো চোরাই মালামাল বা অবৈধ আমদানি করা পণ্য। এ ঘটনায় চোরাচালান ও প্রতারণা সংক্রান্ত আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাথে যোগাযোগ করলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
 
         
        



 
                         
                            