সরকারি কর্মকর্তা হয়েও গানের ভুবনে উজ্জ্বল আরিফ হোসেন বাবু
 
                                
বরিশাল অফিস : আরিফ হোসেন বাবু বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় একজন গীতিকার ও সুরকার। গানের বিষয়ে কথা হল তার সাথে।
কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমরা জানি আপনি একজন সরকরি কর্মকর্তা।আপনি নিজেকে গানের মানুষ না একজন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করেন?
-আসলে সরকারি চাকুরী আমার রুটি রুজি জোগায়, যেটা আমার পেশা। অন্যদিকে গান প্রাণের খোঁড়াক যোগায়, যেটাকে নেশাও বলতে পারেন। গানকে ভালোবাসি তাই ভালোবাসার জায়গাতে রেখেছি। শৈশবকাল থেকে গানটাকে ভালোবাসি তাই ছেড়ে দিতে পারিনি।
বরিশাল বরিশাল আপনার লেখা ও সুরে অত্যন্ত জনপ্রিয় একটি আঞ্চলিক গান। এ গানের পেছনের গল্প শুনতে চাই?
– আসলে বরিশাল বরিশাল গানটা বরিশালের প্রতি ভালোবাসা থেকেই করা। এ গানের শিল্পী কাজী শুভর বাড়িও বরিশাল। কাজী শুভ আমার বাল্যবন্ধু। একদিন কাজী শুভ এবং আমি মিলে প্ল্যান করলাম বরিশাল নিয়ে একটা গান করা দরকার। পরবর্তীতে হলে গেল, শ্রোতারাও ভালোভাবে নিল এই আরকি।
কতগুলো গান লিখেছেন এবং সুর করেছেন:
-তিনশোর কাছাকাছি রেকর্ডিং শেষ হয়েছে, যার মধ্যে দুইশো এর মতো রিলিজ হয়েছে বাকিগুলো রিলিজের অপেক্ষায় রয়েছে। বর্তমানে অনেকগুলো গানের কাজ চলমান রয়েছে। বেতার, টেলিভিশন ও নাটকের জন্য কিছু গান লিখেছি।
কোন ধরনের গান লিখতে বেশি ভালো লাগে?
সব ধরনের গানই লেখা হয়েছে, তবে ফোক গানটা বেশি টানে।
আপনিতো নিজেও গান করেন, এ যাবৎ কতগুলো মৌলিক গানে কন্ঠ দিয়েছেন?
– শখ করে দু একটা গাই আরকি। আমার নিজের গাওয়া মৌলিক গান ত্রিশ টির মতো।
গান নিয়ে পরিকল্পনার কথা বলুন
– নিদিষ্ট কোন পরিকল্পনা নেই। যতদিন ভালো লাগে লেখার চেষ্টা করবো। বর্তমানে ভালো গানের কদর নেই তাই কতদিন ভালো লাগে সেটাই দেখার বিষয়।
আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন।
– আপনাকেও ধন্যবাদ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
 
         
        


 
                         
                            